মাগুরায় দীর্ঘ ১৬ বছরে আমি নিজ এলাকায় কাজ করার সুযোগ পাইনি

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১২:২৬:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১২:২৬:৫৭ পূর্বাহ্ন
                                                                                  
মাগুরা থেকে আল এমরান
একটি সুন্দর জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি। প্রকৃত এবং সত্য ঘটনাকে তুলে ধরাই সাংবাদিকদের মুখ্য কাজ। দীর্ঘ ১৬ বছরে আমি নিজ এলাকায় কাজ করার সুযোগ পায়নি। সাধারণ মানুষের সেবা করাই বড় ধর্ম । মানুষের সেবা, শ্রদ্ধা, ভালোবাসায় আমার প্রাণ। আজ জুলাই-আগস্ট বিপ্লবের পর সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার। ফ্যাসিস্ট সরকারের আমলে এদেশের মানুষের মুক্ত স্বাধীনতা কিছুই ছিল না । দেশের কৃষি, বণিজ্য, শিল্প, বিচার ব্যবস্থায় দুনীতির আখড়ায় পরিণত হয়েছিল। যে তরুণ ছাত্র-জনতার আন্দোলনে আমরা নতুন বাংলাদেশে পেয়েছি যাদের রক্তের দাগ এখনো শুকায়নি সেই শহীদদের হত্যার বিচার হওয়া খুবই জরুরি। তাই রাষ্ট্র সংস্কারের পাশাপাশি শহীদদের বিচার করতে হবে। সাংবাদিকদের উদ্দেশে তিনি আরো বলেন, আমি সারা জীবন কৃষি বিজ্ঞানী হিসেবে সরকারের সাথে কাজ করেছি। কৃষি উন্নয়নে বিভিন্ন ফসলের ৮৮টি জাত উদ্ভাবন করেছি। কৃষিনির্ভর মানুষের উন্নয়নে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের পরামর্শ ও সেবা প্রদান করেছি। বিগত সময়ে নানা সামাজিক কাজ করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হয়েছি। তাই এখন সময় এসেছে মুক্তভাবে কথা বলার। আমি মাগুরাবাসীকে সাথে নিয়ে কাজ করতে চাই । মাগুরার উন্নয়নে আমি আপনাদের সার্বিক সহযোগিতা চাই।
গত শনিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচারক ড. আলী আফজাল। এ সময় বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংবাদিক আশরাফুল আলম সাগর, সাংবাদিক মতিন রহমান, নাইমুর ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা জেলা শাখার সদস্য সচিব মো. হুসাইন, সমাজসেবক আলী রেজা রাজুসহ মাগুরা প্রেসক্লাবের সদস্য ও  সুধীজন উপস্থিত ছিলেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net