 
                            
                        কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
 
                                  
                     
                             
                            
                            
                               উলিপুর (কুড়িগ্রাম) থেকে ইউনুস আলী 
উলিপুর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গতকাল বুধবার কুড়িগ্রাম শহরের কলেজ মোড় থেকে ইউপি চেয়ারম্যান এরশাদুল হককে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি বজলার রহমান।
?পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক (৪২)কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক। এরশাদুল হক দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করে আসছিল। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
                            
                       
     কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                 
  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                