কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ১১:০১:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ১১:০১:৫১ পূর্বাহ্ন
উলিপুর (কুড়িগ্রাম) থেকে ইউনুস আলী উলিপুর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গতকাল বুধবার কুড়িগ্রাম শহরের কলেজ মোড় থেকে ইউপি চেয়ারম্যান এরশাদুল হককে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি বজলার রহমান। ?পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক (৪২)কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক। এরশাদুল হক দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করে আসছিল। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net