
হলিউডের অ্যাকশনধর্মী চলচ্চিত্রপ্রেমীদের জন্য সুখবর-দীর্ঘদিন পর আবারও তরবারি হাতে পর্দায় ফিরছেন উমা থারম্যান। ‘কিল বিল’ সিরিজে দ্য ব্রাইড চরিত্রে যিনি দর্শকদের মুগ্ধ করেছিলেন, এবার সেই অভিজ্ঞতা নিয়ে তিনি হাজির হচ্ছেন নেটফ্লিক্স প্রযোজিত আলোচিত সিকুয়েল ‘দ্য ওল্ড গার্ড ২’-এ। ছবিটিতে তাকে দেখা যাবে ‘ডিসকর্ড’ নামের এক অমর যোদ্ধার চরিত্রে।
সম্প্রতি ‘দ্য সানডে টাইমস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে উমা থারম্যান জানান, নতুন এ চরিত্রটির জন্য তার হাতে পর্যাপ্ত প্রস্তুতির সময় ছিল না। তবে ‘কিল বিল’ সিরিজে শত শত ঘণ্টার তরবারি প্রশিক্ষণ তাকে এই সিনেমার জন্য আত্মবিশ্বাসী করেছে। থারম্যান বলেন, “সৌভাগ্যবশত ‘কিল বিল ১ ও ২’-এর জন্য আমি কয়েক শ ঘণ্টা তরবারির অনুশীলন করেছিলাম। সেই অভিজ্ঞতাই এখানে কাজে লেগেছে।”
ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘দ্য ওল্ড গার্ড ২’-এর গল্প আবর্তিত হয়েছে পাঁচ হাজার বছরের পুরোনো এক অমর যোদ্ধা ডিসকর্ডকে ঘিরে, যে একটি গোপন পারমাণবিক স্থাপনার কাছে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ এক তরবারি যুদ্ধে অংশ নেয়। যুদ্ধটি হবে থারম্যানের চরিত্র ডিসকর্ড ও চার্লিজ থেরনের চরিত্র অ্যান্ড্রোমাচের মধ্যে।
উল্লেখ্য, ‘দ্য ওল্ড গার্ড’ ছবির প্রথম কিস্তি মুক্তি পেয়েছিল ২০২০ সালে। জিনা প্রিন্স-বাইথউড পরিচালিত সেই সিনেমাটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল পর্দার সহিংসতা, নাটকীয় উপস্থাপনা এবং অতিপ্রাকৃত শক্তিসম্পন্ন অমর যোদ্ধাদের কাহিনির জন্য। এবার সিকুয়েলটি পরিচালনা করছেন ভিক্টোরিয়া মাহোনি।
উমা থারম্যান বলেন, “চার্লিজ একজন অসাধারণ অভিনেত্রী এবং শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী। পর্দার মতো ব্যক্তিজীবনেও তার মতো সহঅভিনেত্রী পাওয়া সত্যিই দারুণ।” থারম্যান জানান, চার্লিজ থেরনের উপস্থিতি এবং চরিত্রের গভীরতা ছিল তাকে ‘দ্য ওল্ড গার্ড ২’-এ যুক্ত হওয়ার অন্যতম বড় কারণ।
দীর্ঘ প্রায় দুই দশক পর উমা থারম্যান আবারও তরবারির লড়াইয়ে ফিরছেন। একসময় প্রতিদিন আট ঘণ্টা করে তিন মাস তরবারি চালনার যে প্রশিক্ষণ তিনি নিয়েছিলেন ‘কিল বিল’-এর জন্য, তা আজও তার শরীরে ও মনে গেঁথে আছে। সেই অভিজ্ঞতাই তাকে ফিরিয়ে এনেছে অ্যাকশন চলচ্চিত্রের রোমাঞ্চকর ভুবনে।
সম্প্রতি ‘দ্য সানডে টাইমস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে উমা থারম্যান জানান, নতুন এ চরিত্রটির জন্য তার হাতে পর্যাপ্ত প্রস্তুতির সময় ছিল না। তবে ‘কিল বিল’ সিরিজে শত শত ঘণ্টার তরবারি প্রশিক্ষণ তাকে এই সিনেমার জন্য আত্মবিশ্বাসী করেছে। থারম্যান বলেন, “সৌভাগ্যবশত ‘কিল বিল ১ ও ২’-এর জন্য আমি কয়েক শ ঘণ্টা তরবারির অনুশীলন করেছিলাম। সেই অভিজ্ঞতাই এখানে কাজে লেগেছে।”
ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘দ্য ওল্ড গার্ড ২’-এর গল্প আবর্তিত হয়েছে পাঁচ হাজার বছরের পুরোনো এক অমর যোদ্ধা ডিসকর্ডকে ঘিরে, যে একটি গোপন পারমাণবিক স্থাপনার কাছে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ এক তরবারি যুদ্ধে অংশ নেয়। যুদ্ধটি হবে থারম্যানের চরিত্র ডিসকর্ড ও চার্লিজ থেরনের চরিত্র অ্যান্ড্রোমাচের মধ্যে।
উল্লেখ্য, ‘দ্য ওল্ড গার্ড’ ছবির প্রথম কিস্তি মুক্তি পেয়েছিল ২০২০ সালে। জিনা প্রিন্স-বাইথউড পরিচালিত সেই সিনেমাটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল পর্দার সহিংসতা, নাটকীয় উপস্থাপনা এবং অতিপ্রাকৃত শক্তিসম্পন্ন অমর যোদ্ধাদের কাহিনির জন্য। এবার সিকুয়েলটি পরিচালনা করছেন ভিক্টোরিয়া মাহোনি।
উমা থারম্যান বলেন, “চার্লিজ একজন অসাধারণ অভিনেত্রী এবং শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী। পর্দার মতো ব্যক্তিজীবনেও তার মতো সহঅভিনেত্রী পাওয়া সত্যিই দারুণ।” থারম্যান জানান, চার্লিজ থেরনের উপস্থিতি এবং চরিত্রের গভীরতা ছিল তাকে ‘দ্য ওল্ড গার্ড ২’-এ যুক্ত হওয়ার অন্যতম বড় কারণ।
দীর্ঘ প্রায় দুই দশক পর উমা থারম্যান আবারও তরবারির লড়াইয়ে ফিরছেন। একসময় প্রতিদিন আট ঘণ্টা করে তিন মাস তরবারি চালনার যে প্রশিক্ষণ তিনি নিয়েছিলেন ‘কিল বিল’-এর জন্য, তা আজও তার শরীরে ও মনে গেঁথে আছে। সেই অভিজ্ঞতাই তাকে ফিরিয়ে এনেছে অ্যাকশন চলচ্চিত্রের রোমাঞ্চকর ভুবনে।