বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তুরস্ক

আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৮:৩২:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৮:৩২:৪২ অপরাহ্ন
এশিয়ান কাপ সামনে রেখে ইউরোপের দেশ তুরস্কের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আগস্টের শেষ বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এ ম্যাচটি হবে। বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জুলাইয়ের প্রথম সপ্তাহে তুরস্ক গিয়েছিলেন। তখন তিনি দেশটির ফুটবল ফেডারেশনের কাছে দুই দেশের নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবের ভিত্তিতেই এ প্রীতি ম্যাচটি হবে। ম্যাচটি ঠিক কবে আয়োজন হবে, তা এখনো ঠিক হয়নি। কিরণ বলেন, এ বিষয়ে আমাদের সভাপতি আলোচনা করছেন। তিনি বলেছেন, তুরস্ক ঢাকায় আসবে। আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের প্রথম দিকে ম্যাচটি হবে। বাংলাদেশের মেয়েদের ইউরোপের দেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই। তুরস্কের বিপক্ষে ম্যাচটি খেললে এশিয়ান কাপের আগে অন্যরকম অভিজ্ঞতা হবে আফঈদা-ঋতুপর্ণাদের। আগামী ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় হবে নারী এশিয়ান কাপ ফুটবল। বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ার শীর্ষ ১২ দলের মধ্যে থেকে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে। দক্ষিণ এশিয়ার দুটি দেশ এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশ ও ভারত এই উপমহাদেশের প্রতিনিধিত্ব করবে। ভারতের মেয়েরা এর আগে ৯ বার এশিয়ান কাপ খেলেছে। বাংলাদেশের মেয়েদের হবে অভিষেক।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net