স্টেডিয়ামে দর্শকদের দুর্ভোগ কমাতে নতুন উদ্যোগ বিসিবির

আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৭:৫৫:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৭:৫৫:১১ অপরাহ্ন
১০ টাকার চানাচুর ১৫ টাকা, ২০ টাকার চিপস বা পানি ৩০ টাকা, ৫০ টাকার আইসক্রিম ৬০-৭০ টাকা। এতদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ভেতরে ভাসমান বিক্রেতাদের কাছ থেকে এভাবেই বাড়তি দামে খাবার কিনতে হতো দর্শকদের। কেউ কেউ দামাদামি করতে গেলেও বাধঁতো ঝামেলা। কারণ, এসব বিক্রেতাদের বেশিরভাগই স্থানীয়, স্টেডিয়ামে বাড়তি প্রভাব তাদের। ফলে বাধ্য হয়ে বাড়তি দাম দিয়েই জরুরি পানি বা হালকা খাবার কিনতেন দর্শকরা। আবার বাইরে থেকে খাবার কিনে দর্শকদের স্টেডিয়ামের ভেতরে প্রবেশের অনুমতি দিতো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণে ৭-৮ ঘণ্টার একটি ম্যাচ দেখতে গেলে ক্ষুধা নিবারণের জন্য স্টেডিয়ামের ভেতরে কিছু না কিছু কিনতেই হতো দর্শকদের। এ নিয়ে বহুদিন ধরেই বিসিবি ও সেসব বিক্রেতাদের ওপর ক্ষোভ বিরাজ করছিল তাদের। অবশেষে দর্শকদের খাদ্যসংক্রান্ত কষ্ট লাঘবের উদ্যোগ নিয়েছে বিসিবি। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে নতুন এক নির্দেশনায় দেশের ক্রিকেট নিয়ন্ত্রকটি জানিয়েছে, দর্শকরা বাইরে থেকে খাবার ও পানীয় নিয়ে আসতে পারবেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে থেকেই এই সুবিধা পাচ্ছেন দর্শকরা। যা পুরো সিরিজে অব্যাহত থাকবে। বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দর্শকরা নিরাপত্তা তল্লাশি পেরিয়ে খাবার ও পানীয় সঙ্গে আনতে পারবেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net