র‌্যাবের পোশাকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫ জন কারাগারে

আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০১:৩৫:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০১:৩৫:০৬ অপরাহ্ন
রাজধানীর মতিঝিল এলাকায় র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার পাঁচ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এ আদেশ দেন। গতকাল শুক্রবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। আসামিরা হলেন, আব্দুল মান্নান (৩৫), রিয়াদ হোসেন (৩৭), আব্দুল জলিল (৪০), মো. মতিউর রহমান ওরফে মতিন খান ওরফে মতিন চোরা (৩৭) ও পরেশ অধিকারী (৩৫)।
ওইদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী জোনাল টিম গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মাহফুজুর রহমান কারাগারে রাখার আবেদন করেন। পরে সেটি মঞ্জুর করেন বিচারক। এ ঘটনায় ১৭ জুলাই মতিঝিল থানায় ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা করে ডিবির উপ-পরিদর্শক মো. তানভীর তুষার। মামলার অভিযোগ উল্লেখ করা হয়, আসামিরা গত ১৬ জুলাই রাত ১০টায় মতিঝিল থানার বক চত্বর পাকা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতির জন্য অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে পাঁচ জনকে আটক করে। বাকি দুজন পালিয়ে যায়। এ সময় তাদের শরীরে র‌্যাব লেখা পোশাক দেখা যায়।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net