
রাজধানীর মতিঝিল এলাকায় র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার পাঁচ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এ আদেশ দেন। গতকাল শুক্রবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। আসামিরা হলেন, আব্দুল মান্নান (৩৫), রিয়াদ হোসেন (৩৭), আব্দুল জলিল (৪০), মো. মতিউর রহমান ওরফে মতিন খান ওরফে মতিন চোরা (৩৭) ও পরেশ অধিকারী (৩৫)।
ওইদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী জোনাল টিম গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মাহফুজুর রহমান কারাগারে রাখার আবেদন করেন। পরে সেটি মঞ্জুর করেন বিচারক। এ ঘটনায় ১৭ জুলাই মতিঝিল থানায় ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা করে ডিবির উপ-পরিদর্শক মো. তানভীর তুষার। মামলার অভিযোগ উল্লেখ করা হয়, আসামিরা গত ১৬ জুলাই রাত ১০টায় মতিঝিল থানার বক চত্বর পাকা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতির জন্য অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে পাঁচ জনকে আটক করে। বাকি দুজন পালিয়ে যায়। এ সময় তাদের শরীরে র্যাব লেখা পোশাক দেখা যায়।
ওইদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী জোনাল টিম গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মাহফুজুর রহমান কারাগারে রাখার আবেদন করেন। পরে সেটি মঞ্জুর করেন বিচারক। এ ঘটনায় ১৭ জুলাই মতিঝিল থানায় ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা করে ডিবির উপ-পরিদর্শক মো. তানভীর তুষার। মামলার অভিযোগ উল্লেখ করা হয়, আসামিরা গত ১৬ জুলাই রাত ১০টায় মতিঝিল থানার বক চত্বর পাকা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতির জন্য অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে পাঁচ জনকে আটক করে। বাকি দুজন পালিয়ে যায়। এ সময় তাদের শরীরে র্যাব লেখা পোশাক দেখা যায়।