আবার গোপালগঞ্জ যাবো, জেলার মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো -নাহিদ

আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০৭:৫২:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৭:৫২:১১ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার ফরিদপুরের পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। গোপালগঞ্জে এই ফ্যাসিস্টরা তাদের আশ্রয়কেন্দ্র বানিয়েছে। আমরা আবার গোপালগঞ্জ যাবো, গোপালগঞ্জের মানুষকে সম্পূর্ণভাবে মুজিববাদ থেকে মুক্ত করে তবে ফিরবো। আমরা সাধারণ মানুষের পাশে আছি। আমি প্রশাসনকে আহ্বান জানিয়ে বলি, কোনো সাধারণ মানুষকে যেন হয়রানি না করা হয়। কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। তিনি বলেন, সেখানে চার জন মানুষ বিচারবহির্ভূতভাবে মারা গেছে, আমরা সন্ত্রাসীদেরও মানবাধিকারে বিশ্বাস করি। গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটা ৪০ মিনিটে ফরিদপুর সার্কিট হাউজ থেকে পদযাত্রা করে শহরের জনতা ব্যাংকের মোড়ে পথসভার মঞ্চে উপস্থিত হন এনসিপির জাতীয় নেতৃবৃন্দ। সেখানেই তিনি এ কথা বলেন। ফরিদপুর এনসিপির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা এতে সভাপতিত্ব করেন। নাহিদ ইসলাম বলেন, আমরা ৫ আগস্ট বলেছিলাম বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। কিন্তু এখনও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। প্রশাসনের ভেতর তাদের দোসর রয়েছে। আমি তাদের বলতে চাই, অপরাধীদের বিচার না করা পর্যন্ত রাজপথ ছাড়ছি না। এখনও সময় দিচ্ছি ফ্যাসিস্ট ও তাদের দোসরদের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে গ্রেপ্তার করুন। তিনি বলেন, যারা ভেবেছিল এই জুলাই পদযাত্রাকে বাধা দিয়ে থামিয়ে দেবে, তারা ভুলে গেছে কাদের সামনে দাঁড়িয়েছে। যারা মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে এসেছে, তারা এসব হামলা বাধায় ফিরবে না। ৬৪ জেলায় পদযাত্রা করেই আমরা ঘরে ফিরবো। দেশবাসীর কাছে আমাদের ওয়াদা, আগামী ৩ আগস্টের মধ্যেই সব জেলার পদযাত্রা শেষ হবে। ৩ আগস্ট শহীদ মিনারে আমরা ইশতেহার ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে অবস্থান নেবো। সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুবশক্তির তরিকুল ইসলাম প্রমুখ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net