
কাস্টমস, ভ্যাট ও কর বিভাগের কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচির ফলে দেশের অর্থনীতিতে সম্ভাব্য ক্ষতির পরিমাণ নিরূপণে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুল্ক-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব সৈয়দ রবিউল ইসলাম। এছাড়া অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিজিএমইএ ও এফবিসিসিআই’র প্রতিনিধিরা কমিটির সদস্য হিসেবে থাকবেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিবকে কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, গত ২৮ ও ২৯ জুন চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ থাকায় কতটুকু রাজস্ব ক্ষতি হয়েছে, তা নিরূপণ করতে হবে। পাশাপাশি, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এবং কর বিভাগের দুই মাসব্যাপী কর্মসূচির ফলে সব কমিশনারেট, কাস্টম হাউস, বন্ড কমিশনারেট, সংশ্লিষ্ট দফতর ও কর অঞ্চলে যে রাজস্ব ক্ষতি হয়েছে, তার পরিমাণও নির্ধারণ করতে হবে। এছাড়া, চলমান কর্মসূচির প্রভাবে শুল্কায়ন কার্যক্রম, স্থলবন্দর ও নৌবন্দরে আমদানি-রফতানিসহ সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক কার্যক্রমে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করে আগামী ৩০ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে। অফিস আদেশে আরও বলা হয়, জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি পালন করে আসছেন। এতে রাজস্ব আহরণে স্থবিরতা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট মহল থেকে অভিযোগ উঠেছে।