পেট্রোল পাম্পে স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপনের নির্দেশনা

আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১০:৫০:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১০:৫০:০৮ পূর্বাহ্ন
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে মহাসড়কের পেট্রোল পাম্পে স্বাস্থ্যসম্মত/পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট এবং নারীদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা নিশ্চিতের নির্দেশনা দিয়েছে সরকার। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিষয়টি নিয়মিত তদারকি ও মন্ত্রিপরিষদ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সিদ্ধান্ত বাস্তবায়নে চূড়ান্ত তদারকি করবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে, ১৪ জুলাই প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার মুখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়ন বিষয়ক দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ১৯ জুনের সভায় ২০ জুলাইয়ের মধ্যে স্বাস্থ্যসম্মত পরিষ্কার-পরিচ্ছন্ন টয়লেট এবং নারীদের জন্য পৃথক টয়লেট নিশ্চিতকরণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করেছে। পেট্রো বাংলা, বিপিসি এবং বিস্ফোরক অধিদপ্তর নিজ নিজ অধিকারের পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে ২০ জুলাইয়ের মধ্যে স্বাস্থ্যসম্মত পরিষ্কার-পরিচ্ছন্ন টয়লেট এবং নারীদের জন্য পৃথক টয়লেট নিশ্চিতকরণের জন্য নির্দেশনা জারি করেছে। সব জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠানো হয়েছে। পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে স্থাপিত টয়লেট ব্যবহারকারী ও মালিকপক্ষের জন্য পৃথক পৃথক নির্দেশকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। সভায় আরও সিদ্ধান্ত হয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে এবং নিয়মিত ফলোআপ করবে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net