ঢাকায় পৌঁছালো পাকিস্তান দল

আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৮:০৩:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৮:০৩:৪৮ অপরাহ্ন
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দলের প্রথম বহর। খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে ১৪ জনের এক বহর গতকাল বুধবার সকাল ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বাকি সদস্যরা (১৩ জনের বহর) ঢাকায় পা রেখেছেন বিকেল পাঁচটায়। বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ফুল দিয়ে পাকিস্তানের ক্রিকেটারদের বরণ করে নেওয়া হয়। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে হোটেল সোঁনারগাওয়ের উদ্দেশে রওয়ানা হন সালমান আলি আগারা। এসব তথ্য জানিয়েছেন পাকিস্তানের লিঁয়াজো (যোগাযোগ) কর্মকর্তা জাহিদুর রহমান মল্লিক জনি। তিনি আরও জানান, পাকিস্তান দল আজ বৃহস্পতিবার কোনো অনুশীলনে যোগ দেবে না। বিশ্রাম নিয়ে আগামীকাল শুক্রবার থেকে অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা। বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু হবে আগামী ২০ জুলাই। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে গেল মে-জুনে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। তবে ঘরের মাঠে বাংলাদেশকে শক্তিশালী মনে করছে পাকিস্তান। যে কারণে এই সিরিজে লিটন দাসের দলকে হালকাভাবে নিচ্ছেন না পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net