‘পুষ্পা ২’-এর ব্লকবাস্টার সাফল্যের পর আরও বড় চমক নিয়ে ফিরছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। এইবার তিনি ধরা দিচ্ছেন একই সিনেমায় চারটি ভিন্ন চরিত্রে! জনপ্রিয় পরিচালক অ্যাটলি নির্মাণ করছেন তার পরবর্তী সিনেমা ‘এএ২২ীএ৬’, যেখানে দাদা, বাবা এবং যমজ দুই ছেলের ভূমিকায় একাই অভিনয় করবেন আল্লু অর্জুন। প্রাথমিকভাবে সিনেমাটিতে ছিল কেবল দ্বৈত চরিত্রে আল্লুর অভিনয়ের পরিকল্পনা। প্রবীণ চরিত্রে অন্য একজন বর্ষীয়ান অভিনেতার নাম ভাবা হলেও আল্লু অর্জুন নিজেই অ্যাটলিকে প্রস্তাব দেন। সব চরিত্র তিনি নিজেই করবেন। পরিচালকের সন্দেহ দূর হয় অভিনেতার লুক টেস্টের পর। অ্যাটলি ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘একই অভিনেতার চারটি রূপ সিনেমার আবেগ ও ভিজ্যুয়াল ইমপ্যাক্টকে এক ধাপ বাড়িয়ে দিয়েছে।’ সিনেমাটিতে আল্লু অর্জুনের পাশাপাশি থাকছেন দীপিকা পাড়ুকোন, রশ্মিকা মন্দানা, জাহ্নবী কাপুর এবং মৃণাল ঠাকুর। প্রযোজনায় রয়েছে দক্ষিণ ভারতের অন্যতম প্রভাবশালী প্রযোজনা সংস্থা সান পিকচার্স। আরও চমকপ্রদ বিষয় হচ্ছে শুটিংয়ের পাশাপাশি চলছে পোস্ট-প্রোডাকশন কাজ। এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসে হলিউডের শীর্ষ ভিএফএক্স টিমের সঙ্গে বৈঠক করেছেন আল্লু ও অ্যাটলি। ‘আয়রনম্যান ২’ ও ‘ট্রান্সফর্মারস: রাইজ অফ দ্য বিস্টস’-এর ভিএফএক্স সুপারভাইজার জেমস ম্যাডিগান বলেছেন ‘এই ছবির চিত্রনাট্য অসাধারণ। একেবারেই ভিন্ন ঘরানার কাজ।” আর স্পেকট্রাল মোশনের আর্ট ডিরেক্টর মাইক এলিজালডো জানান ‘এ রকম স্ক্রিপ্ট আগে কখনও পড়িনি। এটা আমার স্বপ্নের প্রজেক্ট।” সিনেমাটির মুক্তির দিন চূড়ান্ত না হলেও, নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে। ২০২৬ সালের শেষ বা ২০২৭ সালের শুরুতে ছবিটি মুক্তি পাবে একাধিক ভাষায়। এর আগে আসবে একটি জমজমাট প্রোমো, যেখান থেকেই ঘোষণা হবে সিনেমার অফিসিয়াল রিলিজ ডেট। ‘এএ২২ীএ৬’ যেন একটাই বার্তা দিচ্ছে ভারতীয় সিনেমা আর শুধু প্যান-ইন্ডিয়া নয়, এবার প্যান-গ্লোবাল। অ্যাটলির দৃষ্টিভঙ্গি, আল্লু অর্জুনের অভিনয়-সাহসিকতা, আর সান পিকচার্সের জাঁকজমক প্রযোজনায় তৈরি হচ্ছে এক অনন্য সিনেমা-যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নতুন অধ্যায় লিখতে চলেছে।