জামালপুরে পালিয়ে বেড়াচ্ছে সাজাপ্রাপ্ত আসামি জুয়েল

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৪:২৮:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৪:২৮:১২ অপরাহ্ন
জামালপুর প্রতিনিধি প্রতারণার দায়ে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি জুয়েল পালিয়ে বেড়াচ্ছে। তাকে খুঁজছে পুলিশ। গত ২৭ অক্টোবর ২০২৪ জামালপুর সিনিয়র জুডিশিয়াল আদালত-৩ এর ম্যাজিস্ট্রেট ফারিয়া আরজুর আদালত জুয়েলকে ২বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। অতিসম্প্রতি, জামালপুর জেলা প্রশাসক বরাবর জুয়েলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছেন মামলার দুদু মিয়া। জানা যায়, ২০২০ সালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নৈশপ্রহরী, পৌর এলাকার পাথালিয়া গ্রামের মরহুম ছমির শেখের ছেলে, মো. জুয়েল (৩৭), একই গ্রামের দুদু মিয়ার ছেলে রাশেদুল ইসলামকে স্থানীয় ভূমি অফিসে চাকরি নিয়ে দিবে বলে স্ট্যাম্পে স্বাক্ষর করে ১৫ লাখ টাকা নেয়। তার ২বছর অতিক্রান্ত হলেও চাকরি না দেয়ায় ২০২২ সালের ২০ সেপ্টেম্বর জুয়েলের বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি প্রতারণার মামলা করেন দুদু মিয়া। মামলা নং-৫৫/৮১৮। অতঃপর মামলাটি জামালপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ স্থানান্তর হয়। যার জিআর নং-৮১৮ ( ২) ২০২২। বিজ্ঞ আদালত দীর্ঘ ২ বছর মামলাটি পর্যালোচনা করে সাক্ষ প্রমাণের ভিত্তিতে ২৭ অক্টোবর ২০২৪ সালের রায় দেয়। রায়ে জামালপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর ম্যাজিস্ট্রেট ফারিয়া আরজু, প্রতারণার দায়ে আসামী জুয়েলকে ২বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে। এরপর থেকে পলাতক রয়েছে প্রতারণার দায়ে সাজাপ্রাপ্ত আসামী জুয়েল। এলাকাবাসী জানান, জুয়েল একজন ঘৃণ্য প্রতারক। সে ডিসি অফিসের বিভিন্ন কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে দরিদ্র শ্রেণির পরিবারের বেকার ছেলে মেয়েদের সরকারি চাকরি পাইয়ে দেয়ার কথা বলে এলাকা ও এলাকার বাইরে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। তাদের মধ্যে কেউ মামলা করার সাহস না পেলেও দুদু করেছে। এবং তার মামলার রায় হওয়ার পর থেকেই স্বপরিবারে পালিয়েছে জুয়েল।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net