শ্রীপুরে কিশোর গ্যাংয়ের গুলিতে কলেজ ছাত্রের মৃত্যু

আপলোড সময় : ২৩-০৫-২০২৪ ০১:১৯:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৪ ০১:১৯:৫৬ অপরাহ্ন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের গুলিতে কলেজ ছাত্র ফরিদ(২১)’র মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে আটটার দিকে উপজেলা তেলিহাটি ইউনিয়নের মূলাইদ গ্রামের মাটির মসজিদ এলাকায়। নিহত ফরিদ উপজেলার উচিলাব গ্রামের মো. মোস্তফার ছেলে। সে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের অনার্স শ্রেণীর ছাত্র।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সাকিব, মারুফদের সাথে সন্ধ্যা সাড়ে ছয়টারদিকে তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী ভোট কেন্দ্রের সামনে কথা কাটা কাটি হয়। এ সময় ভোট কেন্দ্রের পুলিশ এগিয়ে এলে যুবকরা চলে যায়। পরে রাত সাড়ে আটটারদিকে ওই যুবকরা ফরিদের উপর হামলা চালায়। এতে ফরিদ গুলি বিদ্ধ হয়ে লুটিয়ে পরে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাওনার আলহেড়া হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে তাকে রাত সোয়া নয়টার দিকে শ্রীপুর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের জেঠা হাজী জালাল উদ্দিন জানান, সন্ধ্যার দিকে ফরিদ বাসা থেকে বের হয়। পরে জানতে পাই সে গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. নাজমুল হুদা জানান, ওই যুকবকে হাসপাতালে আনার পূর্বে মারা গেছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর খান জানান, দুপক্ষের বিরোধের জেড়ে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হরছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন আছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net