ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে শিশুসহ ৮ বাংলাদেশি আটক

আপলোড সময় : ২৩-০৫-২০২৪ ০১:১৮:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৪ ০১:১৮:০৯ অপরাহ্ন
যশোর প্রতিনিধি
যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে শিশুসহ ৮ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল বুধবার ভোরে এক নম্বর ঘিবা গ্রামের একটি মাঠের মধ্য থেকে তাদের আটক করা হয়। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। উল্লেখ্য, গত ১৮ মে এক মিয়ানমার নাগরিকসহ চার বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছিল ঘিবা বিওপির বিজিবি সদস্যরা। দেখা যাচ্ছে, এ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বাড়ছে। আটকরা হলো সোবহান খান (৪০), সেলিনা খাতুন (৩০), সাইফুল খান (৮), মিঠুন শেখ (৪০), আসমা খাতুন (৩৫), আরিফ খান (১৭), মো. মুন্না (১৫) ও মোসা. রেহানা (২৬)। এরা যশোর, খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর ক্যাম্পের কমান্ডার হাবিলদার অহিদুজ্জামান জানান, রঘুনাথপুর ক্যাম্পের বিজিবির একটি টহলদল এক নম্বর ঘিবা গ্রামের একটি মাঠে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ আসার সময় ৮ বাংলাদেশি নাগরিককে আটক করে। অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : djanata123@gmail.com, ওয়েবসাইট : www.dainikjanata.net