শ্বাসরুদ্ধকর ম্যাচে গায়ানার সাথে জয় পেলো রংপুর

আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৯:৫৩:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৯:৫৩:৩৫ অপরাহ্ন
শেষ তিন ওভারে জয়ের জন্য দরকার ২৫ রান। হাতে ৪ উইকেট। ম্যাচ তখন ফিফটি-ফিফটি। সেই জায়গা থেকে রুদ্ধশ্বাস এক জয় তুলে নিলো রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগে স্বাগতিক গায়ানা এমাজন ওয়ারিয়র্সকে ৮ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে নুরুর হাসান সোহানে রংপুর রাইডার্স। প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল রংপুর। দুই ওপেনার সাইফ হাসান আর সৌম্য সরকার শুরুটা করেছিলেন দেখেশুনে। ৪৭ বলে ৪৯ রানের জুটি গড়েন তারা। সাইফ ১৮ বলে ১৮ করে আউট হন। সৌম্যর ইনিংসটাও ঠিক টি-টোয়েন্টিসুলভ ছিল না। ৩৬ বলে ৩৫ আসে তার ব্যাট থেকে। ব্যর্থতার পরিচয় দিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই (৩) আর ইয়াসির আলী রাব্বি (০)। তবে কাইল মায়ার্স ব্যাটে ঝড় তোলেন। ৩১ বলে ৪৪ রান করেন তিনি। সোহানের ব্যাট থেকে আসে ১০ বলে ২ বাউন্ডারি আর ১ ছক্কায় ১৮। শেষদিকে মায়ার্সের সঙ্গে ইফতিখার আহমেদ ৪৩ বলে তুলে দেন ৭৩। ২১ বলে ২টি করে চার-ছক্কায় ৩৬ রানে অপরাজিত থাকনে ইফতিখার। জবাবে জনসন চার্লস আর মঈন আলি ছাড়া কেউই খুব ভালো করতে পারেননি। চার্লস ২৮ বলে ৪০ আর মঈন করেন ১৮ বলে ২৭। ১৮ বলে যখন মাত্র ২৫ দরকার, তখন ক্রিজে ছিলেন ডেভিড ওয়াইজ আর ডোয়াইন প্রিটোরিয়াসের মতো মারকুটে ব্যাটার। ১৯তম ওভারে খালেদ আহমেদ ১১ রান দিলেও তুলে নেন ২ উইকেট। সবমিলিয়ে ৩৬ রানে ৪ উইকেট শিকার বাংলাদেশি পেসার খালেদের।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net