
রাজধানীর বনানীতে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি পেশায় ভিক্ষুক ছিলেন বলে ধারণা করছে পুলিশ। গত বুধবার রাত সোয়া ৯টার দিকে বনানী সৈনিক ক্লাবের পাশে রেললাইনের ওপর এ দুর্ঘটনাটি ঘটে। ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ জানান, ওই নারী অসাবধানতাবশত রেললাইন পার হচ্ছিলেন। এসময় একটি চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনায় তার দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিহত নারী এলাকাটিতে নিয়মিত ভিক্ষাবৃত্তি করতেন এবং অনেকটাই পাগল প্রকৃতির ছিলেন। তার কোনো স্থায়ী ঠিকানা ছিল না। রেলওয়ে পুলিশ বলছে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।