আলোচনা শেষ আগামী সপ্তাহে এরপর ডাকসু তফসিল

আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০১:৫০:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০১:৫০:২৯ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা আগামী সপ্তাহের মধ্যেই শেষ হবে। এরপরই ডাকসু তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম। গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে ডাকসু নির্বাচন কমিশনের এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। আলোচনা সভায় ডাকসু নির্বাচন কমিশনের সদস্যরা বলেন, আমরা এখনই নির্দিষ্ট ডেডলাইন বলছি না। তবে আগামী সপ্তাহে সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা শেষ হবে। তারপর আমরা ডাকসু তফসিল ঘোষণা করতে পারবো। কমিশন জানায়, বিভিন্ন অপপ্রচার রোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক যেসব গ্রুপ রয়েছে, সেগুলোর এডমিনদের সঙ্গে আলোচনায় বসবে ডাকসু নির্বাচন কমিশন। এছাড়া বিভিন্ন অপপ্রচার রোধে আইটি সেল গঠনের মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণের পরামর্শ এসেছে সাংবাদিকদের পক্ষ থেকে। সেই সঙ্গে ডিপার্টমেন্টভিত্তিক সিআরদের নিয়েও আলোচনা করবে ডাকসু নির্বাচন কমিশন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net