চট্টগ্রামে পাহাড়ে বেড়াতে গিয়ে দুই তরুণের মৃত্যু

আপলোড সময় : ১০-০৭-২০২৫ ১২:০১:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৫ ১২:০১:১৭ অপরাহ্ন
চট্রগ্রাম প্রতিনিধি এবার চট্টগ্রামের মীরসরাইয়ের পাহাড়ি এলাকায় বেড়াতে এসে গালিব (২২) ও হৃদয় (২২) নামের দুই তরুণ পর্যটক মারা গেছেন। আহত হয়েছেন মো. মিরাজ, রায়হান ও ফাহিম নামে তিনজন। ?তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ‘মেলখুম ট্রেইলে’ এ দুর্ঘটনা ঘটে। ?জানা গেছে, গত মঙ্গলবার সকালে ফেনী থেকে তিন বন্ধু জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে আসেন। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় আরও দুজন। রাত গড়িয়ে গেলেও তারা না ফেরায় গতকাল বুধবার সকালে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে দুপুর আড়াইটায় তাদের উদ্ধার করা হয়। ?বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সিনিয়র কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, সোনাপাহাড় মেলখুম ট্রেইলে পাঁচ পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে সকালে উদ্ধার অভিযান শুরু করি পরে। আমি আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। বিকেল পাঁচটার দিকে নিখোঁজ বাকি দুইজনের লাশ উদ্ধার করা হয়। তিনি জানান, গালিব ও হৃদয় ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের ছাত্র। গালিবের বাড়ি সাতকানিয়া এবং হৃদয়ের বাড়ি ঢাকায়। এর আগে কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নেমে ডুবে প্রাণ হারিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাদমান রহমান সাবাব ও আসিফ আহমেদ নামে দুই শিক্ষার্থী। নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান নামে আরেকজন। গত মঙ্গলবার সকালে কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ সেশনের এই তিন শিক্ষার্থী। গত মঙ্গলবার দুপুরে সাবাবের লাশ উদ্ধার করা হয়। গতকাল বুধবার সকালে সৈকতের সমিতিপাড়া এলাকা থেকে আসিফ আহমেদের লাশ পাওয়া যায়। অরিত্রকে এখনো খুঁজে পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net