অবশেষে মামলা নিয়ে মুখ খুললেন যশ দয়াল

আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৮:১৬:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৮:১৬:৩৩ অপরাহ্ন
কদিন আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) পেসার যশ দয়ালের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগে মামলা দায়ের করেছিলেন এক নারী। এতদিন এ বিষয়ে কিছু না বললেও অবশেষে মুখ খুলেছেন ভারতীয় গতিতারকা। সর্বশেষ আইপিএল আসরে বিরাট কোহলিদের সঙ্গে শিরোপা জেতা এই পেসারও ওই নারীর বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ করেছেন। মহারাষ্ট্রের খুলদাবাদ থানায় করা মামলার অভিযোগপত্রে ২৭ বছর বয়সী বাঁহাতি পেসার দাবি করেছেন, ওই নারী তার একটি আইফোন ও ল্যাপটপ চুরি করেছেন। পুলিশকে যশ দয়াল জানান, ২০২১ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং সেখান থেকেই যোগাযোগ শুরু। ওই নারী চিকিৎসার অজুহাতে তার এবং তার পরিবারের জন্য লাখ লাখ রুপি ধার নিয়েছেন। ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা আজ পর্যন্ত পরিশোধ করেননি। বেঙ্গালুরু পেসার আরও দাবি করেন, কেনাকাটার জন্যও বারবার তার কাছ থেকে অর্থ নিয়েছেন ওই নারী। এই সব দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ আছে বলেও জানান দয়াল। এর আগে ওই নারী গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানায় দয়ালের বিরুদ্ধে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন ও প্রতারণার মামলা করেন বলে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। জানা গেছে, গেল ২১ জুন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আইজিআরএস (ইন্টিগ্রেটেড গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেম) এর মাধ্যমে অভিযোগ জানান ওই নারী। অভিযোগে তিনি দাবি করেন, যশ দয়ালের সঙ্গে তার পাঁচ বছরের সম্পর্ক ছিল। এই সময় দয়াল তাকে শারীরিকভাবে শোষণ করেছেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net