উত্তাল সমুদ্রে গোসল করতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু নিখোঁজ ২

আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ১০:৫৫:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ১০:৫৫:৫৮ পূর্বাহ্ন
কক্সবাজারের সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন দুই শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার সকাল ১ টার দিকে কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী হলেন ঢাকা মিরপুরের এ/৭ পল্লবী দক্ষিণের বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে সাদমান রহমান সাবাব (২১)। নিখোঁজ অপর দুই জন হলেন- বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান ও বগুড়া সদরের নারুলি দক্ষিণের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ। সি সেফ লাইফ গার্ড সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, ৫ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসেন। তারা সবাই চট্টগ্রাম।বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজের বিভাগের শিক্ষার্থী। তারা সকালে হিমছড়ি সৈকতে যান। যার মধ্যে দুই জন বাঁধের ওপরে বসে ছিল আর বাকি তিন জন বাঁধের নিচে নেমে গোসল নামেন। এ সময় ঢেউয়ের তোড়ে সাগরে ভেসে যান। পরে অন্য পর্যটকরা সাঁতার কেটে সাদমান রহমান সাবাবের লাশ উদ্ধার করে। বাকি দুই জন নিখোঁজ রয়েছেন। ইমতিয়াজ আহমেদ বলেন, বৃষ্টি আর আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল। ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মী উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সাবাব নামের এক শিক্ষার্থী লাশ উদ্ধার করা হয়েছে। বাকি দুই জন শিক্ষার্থীকে উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net