বিএনপির কমিটি বাতিলের দাবি

এক্সপ্রেসওয়েতে অবরোধ যানজট-ভোগান্তি

আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০২:২৯:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০২:২৯:২৩ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল হাইওয়ের এক্সপ্রেসওয়েতে প্রায় ঘণ্টাব্যাপী টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা। গত বুধবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। এসময় দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের দুই পাশে দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেন নেতাকর্মীরা। দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক এম এ ওয়াদুদ ও সদস্য সচিব জাকির হোসেনসহ আরও ১৩ জনকে সদস্য করে মোট ১৫ জনের কমিটি ঘোষণা করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ফেসবুকে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বারিত কমিটি ছড়িয়ে পড়ে। এই কমিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কমিটিকে একটি প স্বাগত জানালেও আরেকটি প পকেট কমিটি ও আওয়ামী লীগের লোকদের নিয়ে কমিটি হয়েছে বলে দাবি করে প্রতিবাদ জানান। নেতাকর্মীদের দাবি, ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এখানে পদ বঞ্চিতদের জায়গা হয়নি। পকেট কমিটি করেছে। আমরা অবিলম্বে এই কমিটি বাতিল চাই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটি প্রত্যাহার করা না হলে পুনরায় সড়ক অবরোধের ঘোষণা দেন তারা। ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক এম এ ওয়াদুদ জানান, সারাজীবন দলের জন্য ত্যাগ স্বীকার করেছি। শেষ বয়সে দল আমাকে মূল্যায়ন করেছে। দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভাঙ্গা পৌর বিএনপি নেতা মো. আলম মুন্সি জানান, এটি পকেট কমিটি ও আওয়ামী লীগের কর্মীদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। বিগত ১৭টি বছর জুলুম নির্যাতন সহ্য করে এ পর্যায়ে এসেছি। আমাদের মতো ত্যাগী কোনো নেতাকর্মীদের এই কমিটিতে স্থান দেওয়া হয়নি। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের অনুরোধ করে মহাসড়ক অবরোধমুক্ত করা হয়। এসময় যানজটের সৃষ্টি হয়। তবে এখন কোনো যানজট নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, সম্মেলন প্রস্তুতি কমিটি নিয়ে মহাসড়ক অবরোধের বিষয়টি আমার জানা নেই। তবে কমিটির বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে তাহলে আমাদের লিখিতভাবে জানাতে পারে, কিন্তু সড়ক অবরোধ করে এ ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য বা কাম্য নয়।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net