
ঢাকাসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে এক দিনে ১ হাজার ২৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন মামলার পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি ৮১১ এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৭৯ জন। গতকাল মঙ্গলবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ও মামলার পলাতক আসামি ৮১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য অপরাধে জড়িত ৪৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি চাপাতি ও তিনটি দা উদ্ধার করা হয়েছে। পুলিশ সদর দফতর জানিয়েছে, দেশব্যাপী চলমান বিশেষ অভিযান আরও বিস্তৃত ও জোরালোভাবে পরিচালনা করা হবে। অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।