বলিউড সুপারস্টার আমির খান একবার পড়েছিলেন মাফিয়া চক্রের কবলে। তবে নিজের বুদ্ধিতে তাদের হাতে ধরা দেননি এই চিত্রনায়ক। তাদের উদ্দেশ্য ছিল মিস্টার পারফেকশনিস্টকে একবার হলেও মাফিয়াদের ডেরায় উপস্থিত করা। নব্বইয় দশকের শেষের দিকে রমরমা সিনেমার বাজারে তিনি তখন সুপারহিট। তখন তার ওপর নজর পড়েছিল আন্ডারওয়ার্ল্ডের। সেই চক্রের উদ্দেশ্য-দুবাইয়ে একটি পার্টিতে তাকে উপস্থিত করানো। এক সাক্ষাৎকারে আমির বলেন, “সোজা না করে দিয়েছিলাম। কিন্তু ওরা ছাড়েনি। বারবার চেষ্টা করছিল। টাকা অফার করেছিল, বলেছিল, তোমার যেকোনও কাজ করে দেব।” কিন্তু তাও রাজি হননি আমির। তার কথায়, “আমি বলেছিলাম-আমাকে মারো, মাথায় আঘাত করো, হাত-পা বেঁধে জোর করে নিয়ে যাও। তবুও নিজের ইচ্ছায় যাব না। মাসখানেক ধরে ওরা এসেছিল। শেষে আর আসেনি।” ভয় পেয়েছিলেন কি? অভিনেতার উত্তর, “নিজের জন্য না। ভয় ছিল পরিবারের জন্য। তখন আমার ছোট ছোট দুই সন্তান। মা-বাবা খুব চিন্তায় পড়ে গিয়েছিল। বলেছিল-তুমি কী করছ? ওরা খুবই ভয়ঙ্কর লোক। কিন্তু আমি তখনও বলেছিলাম-আমার জীবন আমার মতো করে বাঁচতে চাই। যা খুশি হয়ে যাক।” বলিউডে তখন আন্ডারওয়ার্ল্ডের রীতিমতো রমরমা সময়। একের পর এক তারকাকে চাপ দেয়া, টাকা দাবি, পার্টিতে হাজিরা...সব চলত খোলাখুলি। সেই সময় দাঁড়িয়ে আমিরের এই সিদ্ধান্ত নেহাত ছেলেখেলা ছিল না।