এনসিপি সততা ও আর্থিক স্বচ্ছতার প্রমাণ দিতে ব্যর্থ-আপ বাংলাদেশ

আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৭:০১:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৭:০১:২৪ অপরাহ্ন
ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের সততার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। তাদের অনেকের বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতা ও অনৈতিকতার অভিযোগ উঠেছে; যা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে কোনোভাবেই যায় না। তাই ছাত্র-জনতার একটি অংশ তাদের সঙ্গে নেই। গতকাল সোমবার রাজধানীর বিজয়নগরে আপ বাংলাদেশের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আলী আহসান জুনায়েদ বলেন, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করার যে ঘোষণা দিয়েছেন, তা সঠিক সিদ্ধান্ত নয়। কারণ জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন সরকার প্রধান। কোনো বেসরকারি পর্যায় থেকে এটি কার্যকর করা সম্ভব নয়। তিনি বলেন, সরকার কেন নির্ধারিত সময় ৩০ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে পারেনি, সে ব্যাখ্যাও এখন পর্যন্ত দিতে পারেনি। গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং সুচিকিৎসাও নিশ্চিত করেনি। আলী আহসান জুনায়েদ বলেন, একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা না করেও বলতে হয় মুক্তিযুদ্ধের পর জুলাই গণঅভ্যুত্থানের মতো এতো বড় আন্দোলন আর হয়নি। তাই এই আন্দোলনের রাষ্ট্রীয় স্বীকৃতি দরকার। এ জন্য যারাই জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন চান, তারা নিজেরা ঘোষণা না করে সরকার থেকেই তা আদায় করতে হবে। এ জন্য প্রয়োজনে আমরা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে আন্দোলন করবো। তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোটার মতো ছেলে-মেয়ে ও নাতিপুতি কোটা নয়, জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের বাস্তবতা অনুযায়ী মূল্যায়ন করতে হবে।
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আপ বাংলাদেশের কর্মসূচি: ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করবে আপ বাংলাদেশ। এর মধ্যে বিভাগভিত্তিক ৪ জুলাই বরিশাল, ৫ জুলাই রংপুর, ১১ জুলাই চট্টগ্রাম ও ১২ জুলাই সিলেট বিভাগে গণসংযোগ করা হবে। ১৫ জুলাই নারী শিক্ষার্থীদের প্রতিরোধ স্মরণ, ১৬ জুলাই দোয়া ও শহীদদের স্মরণ, ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ স্মরণ ও খুলনা বিভাগীয় গণসংযোগ, ১৯ জুলাই রাজশাহী বিভাগীয় গণসংযোগ, ২০ জুলাই মেহেনতি মানুষের প্রতিরোধ স্মরণ, ২৫ জুলাই ময়মনসিংহ বিভাগীয় গণসংযোগ, ২৬ জুলাই ঢাকা বিভাগীয় গণসংযোগ, ১ আগস্ট জুলাই ঘোষণাপত্রের দাবিতে বিক্ষোভ, ৩ আগস্ট হাসিনা পতনের এক দফা দাবি স্মরণ এবং ৫ আগস্ট গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশ দিবস উদযাপন। এছাড়াও জুলাই ঘোষণাপত্রের দাবিতে সব রাজনৈতিক দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংলাপের আয়োজন ও সারা দেশে সাধারণ সমর্থক বৃদ্ধি কার্যক্রম চালানো হবে বলে জানান নেতারা। সংবাদ সম্মেলনে আরও ছিলেন- প্রধান সমন্বয়ক রাফে সালমান রিফাত, সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ ও মুখপাত্র শাহরিন সুলতানা ইরাসহ অন্য নেতারা।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net