বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে হেলপারসহ নিহত-২

আপলোড সময় : ০১-০৭-২০২৫ ১২:০৮:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৫ ১২:০৮:২৮ অপরাহ্ন
বরিশাল প্রতিনিধি বরিশালে উজিরপুরে দাঁড়িয়ে থাকা টাইলসবোঝাই ট্রাকের সঙ্গে আমবোঝাই অপর একটি ট্রাকের সংঘর্ষে পথচারীসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোররাতে উজিরপুর উপজেলার পূর্ব ধামসর গ্রামের সোনার বাংলা স্কুল সংলগ্ন এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত পথচারী সবুজ হাওলাদার (৩০) উজিরপুরের শিকারপুর ইউনিয়নের মাদারশী এলাকার বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য মো. দুলাল হাওলাদারের ছেলে। এছাড়া নিহত আমবোঝাই ট্রাকের হেলপার সোহেল (২০) কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন বর্গির চর এলাকার রতনের ছেলে। স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাত ৩টার দিকে পূর্ব ধামসর গ্রামের সোনার বাংলা স্কুল সংলগ্ন মোল্লা বাড়ির সামনের মহাসড়কের পাশে টাইলসবোঝাই ট্রাকটি দাঁড়িয়ে ছিল। তখনই পেছন থেকে আমবোঝাই ট্রাকটি বেপরোয়া গতিতে এসে টাইলসবোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমবোঝাই ট্রাকের হেলপার সোহেল (২০) নিহত হন। পাশাপাশি সবুজ হাওলাদার নামে এক পথচারী গুরুতর আহত হন। আহত অবস্থায় সবুজ হাওলাদারকে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সবুজ হাওলাদারের সেখানে মৃত্যু হয়। এদিকে সংঘর্ষের খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উজিরপুর স্টেশনের একটি দল ঘটনাস্থলে এসে আমবোঝাই ট্রাক থেকে হেলপার সোহেলের লাশ উদ্ধার করে। গৌরনদী হাইওয়ে থানার এসআই মো. শরীফ জানান, দুর্ঘটনা কবলিত টাইলসবোঝাই ট্রাকটি ঢাকার মিরপুর থেকে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল অপরদিকে আমবোঝাই ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে বরিশালে যাচ্ছিলো। দুর্ঘটনার পর বেঁচে যাওয়া আমবোঝাই ট্রাকের চালক ও টাইলসবোঝাই ট্রাকের চালক এবং হেলপার পালিয়েছে। তবে ট্রাক দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজনের লাশ আমরা ঘটনাস্থল থেকে পেয়েছি, সে সঙ্গে আহত দুই পথচারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, সবুজ হাওলাদারের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে, পাশাপাশি বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net