কটিয়াদীতে প্রতিপক্ষের জোরপূর্বকভাবে জায়গা দখলের অভিযোগ

আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৯:৪৯:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৯:৪৯:০৮ অপরাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধি
কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকশা গ্রামে মহিউদ্দিন মিয়ার শশুর বাড়ীর একই গ্রামে মিনা খাতুন ও তার লোকজন অবৈধ ভাবে জবর দখল করে নিয়েছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। তাদের ভয়ে মহিউদ্দীনের স্ত্রী খালেদা আক্তার খাতুন জায়গা দখল করতে পারে নি দীর্ঘ দিন ধরে।
মহিউদ্দিন ও তার স্ত্রী দাবি করেন, তার শ্বশুর বাড়িতে ওয়ারিশ থাকা সত্ত্বে ও মিনা খাতুনের লোকজন ১৪৪ ধারা ভঙ্গ করে জায়গা দখল করে নিয়েছে বলে তারা বলেন। একদল সংবাদকর্মী সরেজমিন গেলে উভয়ে বলেন, একজন আরেকজনকে দোষারুপ করে বলছেন। মিনা খাতুন বলেন, এই জায়গাটি তাদের ক্রয়কৃত। এ বিষয়ে উভয় পক্ষ কিশোরগঞ্জ বিজ্ঞ বিচারিক আদালতে মামলা দায়ের করেন।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net