ফুসফুসে প্রদাহের চিকিৎসা নিচ্ছেন সৌদি বাদশাহ

আপলোড সময় : ২১-০৫-২০২৪ ০৪:১১:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৪ ০৪:১১:৫০ অপরাহ্ন
জনতা ডেস্ক
ফুসফুসে প্রদাহজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলাজিজ আল সৌদ। গত রোববার থেকে জেদ্দার আল সালাম প্রাসাদে তার চিকিৎসা শুরু হয়েছে। ৮৮ বছর বয়সী বাদশাহকে আপাতত অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সৌদির রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
এদিকে, বাদশাহর ছেলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের গতকাল সোমবার জাপান সফরের কথা ছিল; কিন্তু পিতার অসুস্থতার কারণে সেই সফর স্থগিত করেছেন তিনি। জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি সোমবার টোকিওতে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন এই তথ্য। এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, রুটিন চেকআপের জন্য আল সালাম প্রাসাদের রাজকীয় ক্লিনিকে ভর্তি হয়েছিলেন বাদশাহ। সেকানে রোববার জ্বর ও বুকে ব্যাপক ব্যাথা অনুভব করার পর চিকিৎসা শুরু হয় তার। সৌদি বাদশাহ দেশটির রাষ্ট্রপ্রধানের পাশাপাশি পদাধিকারবলে ইসলাম ধর্মাবলম্বীদের দুই পবিত্র মসজিদ কাবা শরিফ এবং মসজিদে নববিরও প্রধান রক্ষক। ২০১৫ সালে সৌদির সিংহাসনে বসেন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। তার আগ পর্যন্ত দেশের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net