প্লাস্টিক সার্জারি নিয়ে যা বললেন মেগান ফক্স

আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৭:৪০:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৭:৪০:০০ অপরাহ্ন
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মেগান ফক্স শুধু অভিনয় নয়, তার সৌন্দর্য দিয়েও দীর্ঘদিন ধরে আলোচনায়। নীল চোখ, নিষ্পাপ চেহারা ও ক্যারিশম্যাটিক উপস্থিতির জন্য তাঁকে ‘আদর্শ সুন্দরী’ বলা হয়ে থাকে। তবে তাঁর সৌন্দর্য প্রাকৃতিক, নাকি প্লাস্টিক সার্জারির ফসল, তা নিয়ে বহুদিন ধরে বিতর্ক চলছে। ফক্সকে ঘিরে সবচেয়ে বেশি গুঞ্জন ছড়িয়েছে তাঁর নাক ও ঠোঁটের গড়ন নিয়ে। অনেক বিউটি সার্জন মনে করেন, তার নাক আগের তুলনায় এখন অনেক সরু ও মসৃণ। ২০১৮ সালে নিউইয়র্কের কসমেটিক সার্জন ডা. ম্যাথিউ শুলম্যান মন্তব্য করেছিলেন, মেগানের নাকের পরিবর্তন রাইনোপ্লাস্টির ইঙ্গিত দেয়। তিনি আরও বলেন, তার ঠোঁট এবং গালের গড়নেও ফিলারের প্রভাব থাকতে পারে। মেগান ফক্সকে নিয়ে গুঞ্জন রয়েছে, তিনি একাধিকবার সার্জারি করিয়ে নিজের সৌন্দর্য ধরে রেখেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেগান ফক্স বলেছেন, তাঁর নাকে একবার সার্জারি হয়েছিল। অভিনেত্রী জানান, ২৩ বছর বয়সের পর আর কোনো রাইনোপ্লাস্টি করেননি তিনি। একই সঙ্গে জানান, স্ফীত স্তনের জন্য তিনি তিনবার সার্জারির আশ্রয় নিয়েছেন। ফক্স আরও বলেন, তিনি কখনও ফেসলিফট, ভ্রু লিফট, লাইপোসাকশন বা বডি কনট্যুরিং করেননি। যদিও গোপন একটি পদ্ধতির কথা স্বীকার করেছেন। সেটি তিনি এখনই প্রকাশ করতে চান না। মেগান বলেন, ‘আমি এমন একটি জিনিস করেছি, যা সত্যিই ভালো ছিল। এটি কোনো পরিচিত প্লাস্টিক সার্জারি নয়। মানুষ এটি সম্পর্কে সত্যিই জানে না।’
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : djanata123@gmail.com, ওয়েবসাইট : www.dainikjanata.net