মেসিদের ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে ক্লাব বিশ্বকাপ

আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৯:৪২:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৯:৪২:০৯ অপরাহ্ন
প্রথমবারের মতো ৩২টি দল নিয়ে শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। যেখানে আয়োজক যুক্তরাষ্ট্র থেকে অংশ নেবে লিওনেল মেসির ইন্টার মায়ামি। আসরের উদ্বোধনী ম্যাচেই তারা মাঠে নামবে। বাংলাদেশ সময় অনুযায়ী আজ ভোরেই পর্দা উঠবে ক্লাব বিশ্বকাপের। যেখানে মেসির মায়ামি মুখোমুখি হবে সৌদি আরবের ক্লাব আল-আহলির। সবমিলিয়ে চতুর্থবার এই টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন মেসি, তবে ইউরোপীয় ক্লাবের বাইরে এবারই প্রথম। সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক নয় মেসি-সুয়ারেজদের ক্লাব মায়ামির। তাই হয়তো বড় লক্ষ্যের কথাও জানাননি আর্জেন্টাইন মহাতারকা। তবে নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়ার প্রত্যাশা মেসির, ‘এটি দারুণ এক টুর্নামেন্ট। এখানে খেলা রোমাঞ্চকরই হবে। তবে অন্য ক্লাবগুলোর সঙ্গে খেলার চেয়ে এবার মাইন্ডসেটটা ভিন্ন। অবশ্য এখনও আমার পূর্ণ শক্তি ও আশা আছে, প্রতিপক্ষ যেই থাকুক নিজেদের সেরা পারফর্ম করার লক্ষ্যে নামব।’ সাতটি দল থেকে এবার অভূতপূর্ব সিদ্ধান্তে ক্লাব বিশ্বকাপ বেশ বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩২ দলের এই আসরে নতুন ফরম্যাট এবং তার অধীনে গ্রুপপর্ব ও নকআউট রয়েছে। বিশ্বের সেরা ক্লাবগুলোর এই শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা নিয়ে মেসি বলেন, ‘দক্ষিণ আমেরিকা এবং বিশ্বের নানা প্রান্তের ক্লাবগুলো ইউরোপিয়ান পাওয়ারহাউজের মুখোমুখি হওয়ার সুযোগ এসেছে। এসব ক্লাব পুরো বিশ্বে উচ্চতর বেঞ্চমার্ক এবং সেখানে সেরা ফুটবলাররা খেলে। ফলে এই অভিজ্ঞতা হবে বিশেষ, খেলোয়াড় এবং স্টেডিয়ামে আগত ফুটবলভক্তদের জন্য।’ প্রতিযোগিতায় অংশ নেওয়া ৩২ দলকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রত্যেক গ্রুপে রয়েছে ৪টি করে দল। গ্রুপপর্ব শেষে সেরা দুই দল যাবে নকআউট পর্বে, যেখানে একের পর এক হাইভোল্টেজ ম্যাচে হবে চূড়ান্ত লড়াই। আগামী ১৩ জুলাই নিউজার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। পুরো আসরের ম্যাচগুলো হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরের ১২ ভেন্যুতে। নিজেদের প্রথম ম্যাচে মেসির মায়ামি আজ ভোর ৬টায় মুখোমুখি হবে আল-আহলির। ম্যাচটি হবে তাদেরই মায়ামির মাঠ হার্ডরক স্টেডিয়ামে। এরপর ২০ জুন পোর্তো এবং ২৪ জুন পালমেইরাসের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে হাভিয়ের মাশ্চেরানোর দল। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) থেকে মায়ামিসহ তিনটি ক্লাব এবারের ফিফার এই মেগা টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net