
স্পোর্টস ডেস্ক
লেগ স্পিনারের চাহিদা পূরণে বাংলাদেশের নতুন সম্ভাবনার নাম ওয়াসি সিদ্দিকি। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে অনুশীলনের জন্য জাতীয় দলের সঙ্গে কিছুদিন ভারতে রাখা হয়েছিল তাকে। গত জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা লেগ স্পিনার এবার সুযোগ পাচ্ছেন নিজেকে আরও শাণিত করার। হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের নতুন মৌসুমের ক্যাম্পে জায়গা পেলেন ১৭ বছর বয়সী এই স্পিনার। ওয়াসি ছাড়াও এইচপি ক্যাম্পে ডাক পেয়েছেন আরও দুই উঠতি লেগ স্পিনার নাঈম হোসেন সাকিব ও মেহেদি হাসান। তিন সপ্তাহের স্ট্রেংথ ও কন্ডিশনিং ক্যাম্প দিয়ে মঙ্গলবার শুরু হচ্ছে এইচপির এবারের কার্যক্রম। এবার ক্যাম্পে রাখা হয়েছে ২৫ জন ক্রিকেটারকে। আপাতত কোনো প্রধান কোচ ছাড়াই শুরু হবে এইচপি ক্যাম্প। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির ট্রেনার তুষার কান্তির তত্ত্বাবধানে ২১ মে থেকে আগামী ১৪ জুন পর্যন্ত হবে স্ট্রেংথ ও কন্ডিশনিং ক্যাম্প। একই সময়ে ইংরেজি ভাষায় যোগাযোগের স্কিলে উন্নতি, সংবাদমাধ্যম সামলানো, দুর্নীতি দমন ইউনিটের নিয়ম-কানুন, ক্রিকেটের নিয়ম-কানুন ও খাদ্যাভ্যাস নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে ডাক পাওয়া ক্রিকেটারদের। গত বছর এইচপির প্রধান কোচ ছিলেন ডেভিড হেম্প। তিনি বর্তমানে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা গেছে, আগামী ১৫ জুনের মধ্যে নতুন প্রধান কোচ বাছাই করবে বোর্ডের এইচপি বিভাগ। এই দায়িত্ব পাওয়ার জন্য আবেদন করেছিলেন জিম্বাবুয়ের সাবেক ব্যাটসম্যান ডিওন ইব্রাহিম, অস্ট্রেলিয়ার সাবেক অফ স্পিনার ন্যাথান হরিজ, দক্ষিণ আফ্রিকার সাবেক বাঁহাতি লেগ স্পিনার পল অ্যাডামস ও আয়ারল্যান্ডের বর্তমান প্রধান কোচ হাইনরিখ মালান। কন্ডিশনিং ক্যাম্প শেষে ঈদের ছুটিতে যাবেন ক্রিকেটাররা। এরপর বগুড়া ও রাজশাহীতে নতুন প্রধান কোচের তত্ত্বাবধানে আগামী ২১ জুন শুরু হবে স্কিল ট্রেনিং। যা চলবে ১৮ অগাস্ট পর্যন্ত। স্কিল ঝালিয়ে নেওয়ার পর ক্যাম্পের শেষ ধাপে বাংলাদেশ ও বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে কিছু ম্যাচ খেলবেন এইচপির ক্রিকেটাররা।
যা হবে ২৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে। এইচপি ক্যাম্পে গতবার ছিলেন দুই লেগ স্পিনার রিশাদ হোসেন ও নাঈম হোসেন।
এবারও আছেন নাঈম। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে জাতীয় দলের সঙ্গে আছেন রিশাদ। নাঈমের সঙ্গে এবার যোগ হয়েছেন ওয়াসি ও মেহেদি। যুব বিশ্বকাপ খেলে আসা ওয়াসি এরইমধ্যে লেগ স্পিনে সম্ভাবনার ছাপ রেখেছেন। লিস্ট ক্রিকেটে ৫ ইনিংসে তার শিকার ৭ উইকেট।