ট্রাক আটকে চাঁদা দাবি

সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা গ্রেফতার

আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৬:৫৯:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৬:৫৯:২৯ অপরাহ্ন
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক আটক করে চাঁদাবাজির সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তারিকুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত বৃহস্পতিবার রাতে মিঠাপুকুর-ফুলবাড়ী রোডে চাঁদাবাজির সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। আটক তারিকুল ইসলাম উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পার্বতীপুরের সংগঠক। পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। থানা সূত্রে জানা যায়, কিছুদিন আগে বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল (স্ক্র্যাব) টেন্ডারের মাধ্যমে পায় সেনাকল্যাণ সংস্থা। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর টেন্ডারকৃত মালামালসহ দুটি ট্রাকে করে কয়লাখনি থেকে বের হলে রাত পৌনে ৮ টার দিকে ট্রাকটি কয়লাখনি-মধ্যপাড়া সড়কের রসুলপুর নামক এলাকায় গতিরোধ করে তারিকুলসহ কয়েকজন। এসময় তারা চাঁদা দাবি করে। খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারিকুলকে গ্রেপ্তার করে। এ সময় পালিয়ে যায় অন্যরা। পরে সেনাবাহিনী ও র‌্যাব-১৩-এর একটি দল তাকে মডেল থানায় সোপর্দ করে। এই ঘটনায় রাতেই সেনাকল্যাণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আরিফুল ইসলাম বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : djanata123@gmail.com, ওয়েবসাইট : www.dainikjanata.net