
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ১৩ বাংলাদেশিকে অবৈধভাবে ভারত থেকে পুশইন করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত ৪টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৪টার দিকে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় বিএসএফ নারী-শিশুসহ ১৩ জন বাংলাদেশিকে পুশইন করে। অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৬০ বিজিবি টহলদল তাদের আটক করে। এদের মধ্যে পুরুষ ৩ জন, নারী ৩ জন এবং ৭ জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদেরকে বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশইন করা হয়েছে। আটক বাংলাদেশি নাগরিকদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে তাদেরকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।
কুমিল্লা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ১৩ বাংলাদেশিকে অবৈধভাবে ভারত থেকে পুশইন করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত ৪টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৪টার দিকে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় বিএসএফ নারী-শিশুসহ ১৩ জন বাংলাদেশিকে পুশইন করে। অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৬০ বিজিবি টহলদল তাদের আটক করে। এদের মধ্যে পুরুষ ৩ জন, নারী ৩ জন এবং ৭ জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদেরকে বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশইন করা হয়েছে। আটক বাংলাদেশি নাগরিকদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে তাদেরকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।