উইন্ডিজের বিপক্ষে ইংলিশ দল থেকে ছিটকে গেলেন আর্চার

আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৭:৪৮:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৭:৪৮:৫৩ অপরাহ্ন
চোট যেন জোফরা আর্চারের ক্যারিয়ারের বড় সঙ্গী। আরও একবার চোটের কারণে মাঠের বাইরে ইংল্যান্ডের তারকা পেসার। ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। ইংল্যান্ড ২৯ মে থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। সে সিরিজে আর্চারের সার্ভিস পাওয়া হবে না বলে নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আইপিএল ২০২৫-এ রাজস্থান রয়্যালসের হয়ে শেষ দুটি ম্যাচে খেলেননি আর্চার। তার সর্বশেষ ম্যাচ ছিল ৪ মে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। আর্চারের ইনজুরি পরিস্থিতি আগামী দুই সপ্তাহে মূল্যায়ন করবে ইংল্যান্ডের মেডিকেল দল। জুন ২০ থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি খেলতে পারবেন কি না, তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ইসিবি এক বিবৃতিতে জানায়, ‘ইংল্যান্ড পুরুষ দল এবং সাসেক্সের পেসার জোফরা আর্চার ডান হাতের বুড়ো আঙুলের ইনজুরির কারণে মেট্রো ব্যাংক ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে মেডিকেল টিম তাকে আবার পর্যবেক্ষণ করবে যাতে তার ফিটনেস এবং ফেরার সময় নির্ধারণ করা যায়। ল্যাঙ্কাশায়ারের লুক উডকে তিন ম্যাচের সিরিজের জন্য ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াডে যুক্ত করা হয়েছে, যা শুরু হবে ২৯ মে এজবাস্টনে।’ ৩০ বছর বয়সি আর্চার সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালে ভারতের বিপক্ষে। তিনি এখন পর্যন্ত ১৩টি টেস্ট ম্যাচে ৪২ উইকেট নিয়েছেন ৩১.০৪ গড়ে, যার মধ্যে রয়েছে ৩টি পাঁচ উইকেট শিকার।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net