ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন ক্যাবরেরা

আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৭:৪৮:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৭:৪৮:২৪ অপরাহ্ন
প্রায চার সপ্তাহের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। গত ২৬ এপ্রিল হঠাৎ করেই তিনি স্পেন গিয়েছিলেন। জানা গেছে, ক্যাবরেরা তার অসুস্থ স্ত্রীকে দেখতে দেশে যান। গত বুধবার ভোরে তিনি ঢাকায় এসেছেন। ক্যাবরেরা ঢাকায় ফিরেছিলেন প্রায় এক মাস ছুটি কাটিয়ে। ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ শেষ করেই তিনি দেশে গিয়েছিলেন। ২২ এপ্রিল সকালে ঢাকায় ফিরে বিকেল ময়মনসিংহে গিয়েছিলেন বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যকার ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল দেখতে। তার তিনদিন পর আবার ছুটিতে গিয়েছিলেন তিনি। গত বুধবার জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, ‘কোচ ভোরে ঢাকায় ফিরেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হওয়ার কথা ২৯ মে। ৩১ মে ভুটান ও সিঙ্গাপরের বিপক্ষে ম্যাচের জন্য ক্যাম্প শুরু করবেন ক্যাবরেরা।’ অনুশীলনের প্রথমদিন থেকে কি পাওয়া যাবে ইংলিশ লিগের ফুটবলার হামজা চৌধুরীকে? জবাবে আমের খাঁন বলেন,‘হামজা ঠিক করে আসবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি কবে আসবেন তা জানতে চাওয়া হয়েছে। দিনক্ষণ জানালে সেভাবে তার টিকিটের ব্যবস্থা করা হবে’-বলেছেন আমের খাঁন। কানাডা প্রবাসী শামিত সোমকে অনুশীলনের প্রথম দিন থেকে পাওয়া যাবে না, সেটা আগেই নিশ্চিত করেছে বাফুফে। কারণ, ১ জুন তার কানাডা লিগের ম্যাচ আছে। ইতালি প্রবাসী ফাহমিদুল প্রথম দিন থেকে অনুশীলন করবেন বলেই বাফুফে থেকে জানানো হয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net