ডিআরএস থাকছেনা পিএসএলে

আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৭:৪৬:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৭:৪৬:৫৩ অপরাহ্ন
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে সব মিলিয়ে বাকি আছে আরও তিনটি ম্যাচ- এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল। গুরুত্বপূর্ণ এই তিন ম্যাচে থাকবে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। ভারতের সঙ্গে যুদ্ধবিরতির পর পুনরায় খেলা শুরু হলেও প্রযুক্তি সরবরাহকারী হক-আই দল পাকিস্তানে না ফেরায় বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। ২০১৭ সালের আসর থেকেই পিএসএলে ডিআরএস ব্যবহার হয়ে আসছিল। যুদ্ধের কারণে গেল ৭ মে চলতি আসরের খেলা স্থগিত হওয়ার আগ পর্যন্ত সেটি কার্যকর ছিল। পুনরায় টুর্নামেন্ট শুরুর পর প্রথম পাঁচ ম্যাচেও ডিআরএস ছিল না। তবে এসব ম্যাচে কোনো বিতর্কিত ঘটনা ঘটেনি, যে কারণে ডিআরএস নিয়ে আলোচনা আসতে পারে। পিএসএল বা পিসিবি এখনো এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেনি। তবে ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো পিসিবি ও পিএসএলের সঙ্গে এ বিষয়ে জানতে পেরেছে। গত বুধবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকে ৩০ রানে হারিয়ে ২০১৯ সালের পর প্রথমবারের মতো ফাইনালে উঠেছে কোয়েটা গ্ল্যাডিয়েটরস। আজ শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে কোয়ালিফায়ার-২ এ ইসলামাবাদের মুখোমুখি হবে বিজয়ী দল (লাহোর বা করাচি)।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net