আবারও লাহোর শিবিরে যোগ দিলেন রিশাদ

আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৭:৪৬:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৭:৪৬:২৬ অপরাহ্ন
গত বুধবার রাতে জাতীয় দলের জার্সিতে রিশাদ হোসেন খেলেছেন শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। গতকাল বৃহস্পতিবার সকালেই রিশাদ উড়ে গেছেন পাকিস্তানের লাহোরে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের ডু অর ডাই ম্যাচ। এলিমিনেটর ম্যাচে খেলবে করাচি কিংসের বিপক্ষে। ম্যাচটি জিততে পারলে টুর্নামেন্টে টিকে থাকবে লাহোর। নয়তো বিদায়। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জরুরিভিত্তিতে লাহোর নিজেদের দলে আবার যুক্ত করেছে লেগ স্পিনার রিশাদকে। লাহোরের জার্সিতে এর আগে ৫ ম্যাচ খেলেছেন রিশাদ। ১৬.৪৪ গড় ও ৮.৭০ ইকোনমিতে ৯ উইকেট পেয়েছিলেন তিনি। ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধর কারণে পিএসএল স্থগিত হয়েছিল। রিশাদ তখন পাকিস্তানেই ছিলেন। পিএসএল কর্তৃপক্ষ তাকে সুরক্ষিত অবস্থায় দেশে ফেরত পাঠিয়েছিল। এরপর জাতীয় দলের খেলা থাকায় পিএসএল আবার শুরু হলে রিশাদ যেতে পারেননি। গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচ খেলে গতকালই উড়ে যান পাকিস্তানে। লাহোর দলে এই মুহূর্তে রয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান আগে থেকেই ছিলেন। মিরাজ গত বুধবার যোগ দিয়ে অনুশীলন করেছেন। রিশাদ হোসেন যোগ দিয়েছেন গতকাল। তিনজনকে একই সঙ্গে মাঠে পাওয়া গেলে তা নিশ্চিতভাবে ক্রিকেটপ্রেমিদের জন্য বাড়তি পাওয়া হবে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net