২৮ মে’র মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে : উপদেষ্টা

আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৫:২৩:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৫:২৩:৫৮ অপরাহ্ন
আগামী ২৮ মে’র মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য সরকার মালিকদের সময় দিয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এ সময়ের মধ্যে শ্রমিকদের দেনা-পাওনা পরিশোধ করতে না পারলে যেসব মালিকদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেফতার করা হবে বলেও উপদেষ্টা জানান। গতকাল বুধবার সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপদ যাত্রার প্রস্তুতিমূলক সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উপদেষ্টা এসব কথা জানান। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, ঈদকে সামনে রেখে শ্রমিকের পাওনা চলতি মাসের ২৮ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। যেসব মালিকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তারা বিদেশে থাকলে রেড অ্যালার্ট জারি করতে বলেছি। বেতন পরিশোধ না করলে মালিকরা দেশের বাইরে তো দূরের কথা ঢাকার বাইরে যেতে পারবে না। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, শ্রমিকদের বেতন না দেয়ায় পাঁচজন মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে। আরও অনেকের বিরুদ্ধে হবে। হয় পাওনা শোধ করতে হবে, অন্যথায় জেলে যেতে হবে। উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, আমরা গতকাল মালিকদের নিয়ে বসে ছিলাম। সিদ্ধান্ত হয়েছে ওনারা উনাদের ঘরবাড়ি বিক্রি করে উনারা আগামী ২৮ তারিখের মধ্যে শ্রমিকদের টাকা-পয়সা দেবেন। সেটা তারা না করলে তাদের বিরুদ্ধে হুলিয়া জারি হতে পারে, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি আছে তারা গ্রেফতার হবেন। যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তারা বিদেশে থাকলেও তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হবে। শ্রমিকদের পয়সা দিতে হবে, সেটা বাড়ি বিক্রি করে দিক আর গাড়ি বিক্রি করে দিক। যিনি শ্রমিকদের দুই তিন মাস বেতন দিতে পারেন না, তার তো এ সেক্টরে থাকা উচিত না, চলে যান। তিনি বলেন, আমি মালিকদের অনুরোধ করছি, যেভাবে পারেন আপনারা হয় টাকা পয়সা শোধ করেন অথবা আপনাদের জেলে যেতে হবে। ওয়ারেন্ট জারিতে কিন্তু সেটি আমরা অ্যাক্টিভেট করছি না। কয়েকজনকে বলেছি আপনারা ঢাকা শহর থাকতে পারবেন না। এরই মধ্যে পাঁচজন মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net