
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে তার সমর্থকরা গতকাল সোমবার নগর ভবন ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, গতকাল সোমবার বেলা ১১টায় শুরু হয়েছে এ কর্মসূচি, শেষ হয় বিকেল ৩টায়। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দায়িত্ব হস্তান্তরে বিলম্বের প্রতিবাদে টানা পাঁচদিন ধরে এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা।
ব্লকেড কর্মসূচি পালনের জন্য শত শত নেতাকর্মীরা ‘ঢাকাবাসী’ ব্যানারে আজ সকাল থেকেই নগর ভবনের মূল সড়কে অবস্থান নিয়েছেন। ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না চলবে না’, ‘আমাদের দাবি মানতে হবে, ইশরাক ভাইয়ের সংগ্রাম চলবে চলবে’সহ নানান সেøাগানে মুখর গুলিস্তান। অনেকেরই হাতে রয়েছে প্ল্যাকার্ড-ফেস্টুন ও ব্যানার। সেই সঙ্গে নগর ভবনের প্রধান ফটক আটকে ট্রাকের ওপর বাজানো হচ্ছে সাউন্ড সিস্টেম। গতকালের মতো যথারীতি প্রধান ফটকে ঝুলছে তালা। ভবনের প্রতিটি কক্ষও বন্ধ রয়েছে। সে কারণে দক্ষিণ সিটি করপোরেশনের সকল সেবা কার্যক্রম আজও বন্ধ থাকছে। অনেক সেবাপ্রত্যাশী দূরদূরান্ত থেকে এসে আজও ফিরে যাচ্ছেন হতাশা নিয়ে।
এর আগে গত রোববার দুপুরে নগর ভবনের সামনে চলমান অবস্থান কর্মসূচি থেকে সাবেক সচিব মশিউর রহমান নগর ভবন ব্লকেড এই ঘোষণা দেন। গত ১৪ মে থেকে টানা অবস্থান কর্মসূচির কারণে নগর ভবনের কার্যক্রম স্থবির হয়ে আছে।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচন হয়। তাতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস। গেল ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু এর পরও ইশরাকের শপথ অনুষ্ঠান এখনও হয়নি।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের দাবিতে আজ মঙ্গলবার ফের নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন ইশরাক সমর্থকরা।
দিনভর ব্লকেড কর্মসূচি পালনের পর বিকেলে ফের ৬ষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
ঢাকাবাসীর ব্যানারে বিক্ষোভকারীদের পক্ষে সাবেক সচিব মশিউর রহমান কর্মসূচি ঘোষণা করে বলেন, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিএসসিসি কার্যালয় নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে ঢাকাবাসী।
এদিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল এসে প্রথমে গুলিস্তান মাজারের সামনে এবং নগরভবনের সামনে জড়ো হয়। বিক্ষোভকারীরা ইশরাকের শপথ নিতে বিলম্বের প্রতিবাদ জানাচ্ছেন।
এসময় তারা সেøাগান দেন-শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই। শপথ নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই। দফা এক, দাবি এক, আসিফের পদত্যাগ। জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই।