মেরিন টেকনোলজি শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি শুরু

আপলোড সময় : ২০-০৫-২০২৫ ১২:৩৯:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৫ ১২:৩৯:২৯ অপরাহ্ন
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুর ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির শিক্ষার্থীদের তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শার্ট ডাউন কর্মসূচি শুরু করেছে। গতকাল সোমবার সকাল থেকে একাডেমিক ভবনে তালা ঝুঁলিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এর ফলে একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আন্দোলনরত শিক্ষার্থী আমিরুল ইসলাম, আমির হোসেন ও তামান্না জানান, ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন ও শাটডাউন কর্মসূচি চলমান থাকবে। তাদের দাবি, মেরিন ও শিপবিল্ডিং ডিপ্লোমাধারীদের সমুদ্রগামী জাহাজে যোগদানের জন্য অনূর্ধ্ব ৬ মাসের প্রি-সি ট্রেনিংয়ের মাধ্যমে অফিসার ক্যাডেট সিডিসি প্রদান। বিভিন্ন মন্ত্রণালয় অধীনস্ত ইঞ্জিন ও মেশিন-সংশ্লিষ্ট বিভাগে উপ-সহকারী প্রকৌশলী পদে মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগের বিধান চালু করতে হবে এবং প্রশিক্ষণের মান উন্নতকরণ। কর্তৃপক্ষ এ সকল দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি বহাল থাকবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। চাঁদপুর মেরিন টেকনোলজিতে প্রায় ৪০০ শিক্ষার্থী রয়েছে। সারাদেশে ৬টি মেরিন টেকনোলজিতে একযোগে এই কর্মসূচি চলছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net