ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়ক

ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

আপলোড সময় : ২০-০৫-২০২৫ ১২:৩৮:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৫ ১২:৩৮:০৪ অপরাহ্ন
ঠাকুরগা৭ও প্রতিনিধি ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৫ মাইল এলাকায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ঘটনাস্থলে দুই জন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। দুর্ঘটনায় আরও চার জন গুরুতর আহত হয়েছেন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক মানিক হোসেন (৩৪), তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার সদর রোড কলোনিপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে; এবং মাইক্রোবাসের যাত্রী দেলোয়ার হোসেন (৩৫), তিনি একই উপজেলার হাজীপাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে। গুরুতর আহতদের মধ্যে মাইক্রোবাসের আরেক যাত্রী ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর জুলফিকার আলী (৪৫) হাসপাতালে নেওয়ার পথে মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমরুল (৪৫) নামে আরেকজন। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভার বাসিন্দা এবং ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়। ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে আহতদের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- ঠাকুরগাঁও মুন্সিহাটের বাসিন্দা মিজানুর রহমান (৪৮), পৌরসভার হাজিপাড়ার বাসিন্দা আল মামুন (৪০), আব্দুল মান্নান (৩৭) ও নাহিদ (৩৭)। এরা প্রত্যেকেই ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর বলে সূত্র জানায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির মধ্যে ঠাকুরগাঁও থেকে একটি মাইক্রোবাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি ট্রাক ঠাকুরগাঁওয়ের দিকে আসছিল। পথে ২৫ মাইল এলাকায় তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। ঘটনাস্থল থেকেই দুইজনের লাশ উদ্ধার করা হয়। আহত ছয় জনকে হাসপাতালে নেওয়ার সময় আরও একজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, দুর্ঘটনার পরও ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net