গতকাল সোমবার সকাল পেরিয়ে দুপুর হতে না হতেই একটি খবর ক্রিকেটপ্রেমীদের হতাশ করে দিয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মাহসিন নাকভি, যিনি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও বটে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হওয়ার কারণে পরবর্তী এশিয়া কাপ খেলবে না ভারত। মোটামুটি পাকিস্তান, ভারত এবং বাংলাদেশে এই খবর বেশ ফলাও করে প্রচার হতে থাকে সংবাদমাধ্যমগুলোতে। কিন্তু ঘটনার সত্যতা জানতে ক্রিকেট সম্পর্কিত ওয়েবসাইট ক্রিকবাজ স্মরণাপন্ন হয় খোদ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআিই)। সেখান থেকে জানা যায় আসল তথ্য। বিসিসিআই’ই জানে না, তারা কবে কখন বলেছে যে আগামী এশিয়া কাপ খেলবে না ভারত! ইএসপিএন ক্রিকইনফোও জানিয়েছে এ তথ্য। বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ‘এশিয়া কাপে অংশ নেবে না ভারত- এমন কোনো সিদ্ধান্ত বিসিসিআইতে নেয়া হয়নি। এ বিষয়টাই এখনও পর্যন্ত আমাদের কোনো আলোচনায় উঠে আসেনি।’ আগামী এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি ফরম্যাটে এবং ওই আসরের আয়োজক দেশ পাকিস্তান। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এই টুর্নামেন্টের আয়োজক। তবে তারা এখনও এশিয়া কাপ আগামী আসরের সূচি বা ভেন্যু- কোনোটাই প্রকাশ করেনি। যদিও সম্ভাব্য সময় হিসেবে টুর্নামেন্টটি সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গতকাল সোমবার প্রকাশিত এক বিবৃতিতে দেবজিৎ সাইকিয়া বলেন, ‘এশিয়া কাপের বিষয়টি কিংবা এসিসির অন্য কোনো কিছু নিয়েই আমাদের কোনো লেভেলের কোনো আলোচনাতেই উঠে আসেনি। এমনকি এখনও পর্যন্ত বিসিসিআই আসন্ন এসিসি ইভেন্টগুলি সম্পর্কে আলোচনা বা কোনও পদক্ষেপ নেয়নি, এসিসিকে কিছু লেখার কথা তো দূরের কথা। এই মুহূর্তে, আমাদের মূল ফোকাস হলো চলমান আইপিএল এবং পুরুষ ও নারী বিভাগে পরবর্তী ইংল্যান্ড সিরিজ-এর ওপর।’ সাইকিয়া জানান, এশিয়া কাপ এবং জুনে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য নারীদের ইমার্জিং এশিয়া কাপে ভারতের অংশগ্রহণের বিষয়ে বিসিসিআই এসিসিকে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত জানায়নি। তবে জানা গেছে, নারী ইমার্জিং এশিয়া কাপকে এরই মধ্যে স্থগিত ঘোষণা করা হয়েছে। যদিও এর কারণ অজানা। এমনকি এসিসিও এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভবে কোনো বিবৃতি দেয়নি।