জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচন দিন-ফারুক

আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০২:০৯:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০২:০৯:৪২ অপরাহ্ন
জনগণের রোষানলে পড়ার আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নির্বাচন দিতে আহ্বান করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাষ্ট্র কাঠামোর মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের ও দ্রুত নির্বাচনের দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, প্রধান উপদেষ্টার কাছে দেশের মানুষের অনেক আশা-ভরসা আছে। দেশের মানুষ নির্বাচন চায়। দু-এক দিনের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, আমরা আপনাকে নিয়ে অহংকার করি, সেই অহংকারকে চূর্ণ-বিচূর্ণ করবেন না। পাথরের ধাক্কা না খেলে নদী দিক পরিবর্তন করে না। তাই জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচন দিতে সরকার কিছুটা পিছপা হচ্ছে বলেও উল্লেখ করেন বিএনপির এই সিনিয়র নেতা। দাবি তোলেন, ১৯৯১ সালে বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের মতো নির্বাচন দেওয়ার। বক্তব্যে করিডোর ইস্যু নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনাও করেন তিনি। সংগঠনের সভাপতি মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এ সময় ছিলেন– বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল, সংগঠনের সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net