৬ দাবিতে ৭ কলেজ ও কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের ডাক

আজ বিক্ষোভের ডাক কারিগরি শিক্ষার্থীদের

আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ১২:৩৭:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ১২:৩৭:২৭ অপরাহ্ন
একটি রিট মামলার রায় বাতিলের দাবিতে আবারো রাজপথে নামার ঘোষণা দিয়েছেন দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ রোববার ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা হাইকোর্টের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবেন। একই দিনে সারাদেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির ডাক দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীদের কেন্দ্রীয় সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’। গতকাল শনিবার দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি জোবায়ের পাটোয়ারী বলেন, আমাদের দাবি এখনো পূরণ হয়নি। ক্রাফট ইন্সট্রাক্টরদের বিষয়ে এখনো কার্যকর কোনো সমাধান আসেনি। আদালতে যে রায় রয়েছে, তা স্থগিত করা হলেও এখনও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। তিনি বলেন, রোববার এ বিষয়ে শুনানি রয়েছে। আমরা চাই দ্রুততম সময়ে রায়ের সুরাহা হোক। একইসঙ্গে হাই কোর্টের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আমাদের অবস্থান জানাবো। অন্যদিকে, সংগঠনের আরেক নেতা মো. মাশফিক ইসলাম দেওয়ান জানান, ছয় দফা দাবি বাস্তবায়নে রূপরেখার খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। সরকার পদবি পরিবর্তন ও নিয়োগ বিধি সংস্কারে উদ্যোগ নিলেও শিক্ষার্থীরা কার্যকর পদক্ষেপ না দেখে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষার্থীরা জানান, গত ১৬ এপ্রিল থেকে তারা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছেন। এরমধ্যে কিছুদিন আন্দোলন স্থগিত থাকলেও দাবিগুলো আদায় না হওয়ায় আবারো রাজপথে নেমেছেন তারা। পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি হচ্ছে-হাই কোর্টের রায় বাতিল করে ক্রাফট ইন্সট্রাকটরদের পদোন্নতি ও পদবি পরিবর্তন এবং মামলার সঙ্গে জড়িতদের চাকরিচ্যুত করা। ২০২১ সালের বিতর্কিত নিয়োগবিধি বাতিল, সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স অব্যাহত রাখা এবং বিশ্বমানের পাঠ্যক্রম চালু। ১০ম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদ শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ। বেসরকারি খাতে ডিপ্লোমাধারী প্রকৌশলীদের ন্যূনতম বেতন ১৬০০০ টাকা নির্ধারণ এবং জুনিয়র ও ক্রাফট ইন্সট্রাকটরদের পদবি ও বেতন বৈষম্য নিরসন।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net