
এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিএইচআইএস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গতকাল শনিবার সকাল সোয়া ৯টা থেকে সোয়া ১১টা পর্যন্ত দুই ঘণ্টা টঙ্গী হোসেন মার্কেট এলাকায় শতাধিক শ্রমিক আন্দোলনে অংশ নিয়ে বিক্ষোভ করেন। টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইস্কান্দার বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে সকাল সোয়া ৯টা থেকে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শিল্প পুলিশ জানায়, টঙ্গীর দত্তপাড়া এলাকার বিএইচআইএস লিমিটেড কারখানার ১৩০০ শ্রমিক এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী হোসেন মার্কেট সংলগ্ন উভয় পাশে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, শ্রমিকদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে আনা হয়েছে। আমরা মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছি। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে। শ্রমিকরা কারখানার আশপাশে অবস্থান করছে। বিএইচআইএস লিমিটেড কারখানা কর্তৃপক্ষের কারও সঙ্গে যোগাযোগ চেষ্টা করে পাওয়া যায়নি।