দুই প্রবাসীকে অপহরণ ৩৬ লাখ টাকা লুটের অভিযোগ

আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০২:৪৩:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০২:৪৩:৫৩ অপরাহ্ন
মুন্সিগঞ্জ প্রতিনিধি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের পুরাতন ফেরিঘাট এলাকায় সৌদি প্রবাসী দুই যাত্রীকে র‌্যাব পরিচয়ে অপহরণের পর টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। সে সময় জসিম শেখ ও সুজন খান নামে ওই দুই যাত্রীর কাছে থাকা ৩৬ লাখ ১০ হাজার টাকা অপহরণকারীরা নিয়ে মারধর করে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে। ফেরিঘাট এলাকার বাসিন্দা সুমন মিয়া নামে এক ব্যব্তি জানান, একটি বাস থেকে দুই জন নামলে এখানে অপেক্ষমাণ একটি মাইক্রোবাসে ৫-৬ জন তাদের র‌্যাব পরিচয়ে নিয়ে যায়। প্রবাসী জসিম শেখ বলেন, আমরা দুই জন একসঙ্গে গতকাল (গত বৃহস্পতিবার) সৌদি আরব থেকে এসে ঢাকায় কিছু রিয়াল ও স্বর্ণ ছিল, সেগুলো ক্যাশ করি। এরপর বাবুবাজার থেকে নোঙর পরিবহন নামে একটি বাসে করে বাড়িতে ফিরছিলাম। শ্রীনগরের ফেরিঘাট বাস থেকে নামলে একটি মাইক্রোবাসে থাকা ৫-৬ জন আমাদের র‌্যাব পরিচয় দিয়ে তুলে নেয়। তারা আমাদের কাছে থাকা ৩৬ লাখ ১০ হাজার টাকা নিয়ে মারধর করে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর এলাকায় সড়কের পাশে নামিয়ে দেয়। পরে শ্রীনগর থানায় এসে পুলিশকে বিষয়টি জানাই। এই বিষয়ে শ্রীনগর সার্কেল এএসপি আনিসুর রহমান জানান, নোঙর পরিবহনে আসছিলেন শ্রীনগরের ভাগ্যকূল চারিপাড়ার কুদ্দস শেখের ছেলে জসিম শেখ এবং একই উপজেলার কবুতর খোলার মালেক খানের ছেলে সুজন খান। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বাসটি শ্রীনগরের পুরাতন ফেরি ঘাট এলাকায় থামলে তাদের তুলে নিয়ে কাছে থাকা বিরাট অংকের টাকা লুট করে নিয়ে তিন ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়। পরে রাত ১০টার দিকে তারা থানায় এলে পুলিশ বিস্তারিত জানতে পারে। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি। শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ জানান, দুই প্রবাসীকে তুলে নিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net