টেকনাফে তিন মাসে উদ্ধার ৯ লাখ ইয়াবা ধ্বংস

আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০২:৪২:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০২:৪২:৪৬ অপরাহ্ন
কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের টেকনাফে গত তিন মাসে যৌথ অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ধ্বংস করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল শুক্রবার সকালে টেকনাফ বিসিজি স্টেশনে এসব মাদক ধ্বংস কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় কোস্ট গার্ডের পূর্ব জোনের অধীনস্থ টেকনাফ বিসিজি স্টেশনের কমান্ডার সালাহউদ্দিন রশিদ তানভীর সংবাদ সম্মেলনে বলেন, এ বছর ২৭ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ১২টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে এককভাবে ও র‌্যাবের সমন্বয়ে সমুদ্র উপকূলীয় এলাকায় মোট ৯ লাখ ৬ হাজার ৪৭০টি ইয়াবা এবং ৬০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৪৫ কোটি ৫০ লাখ ৪৭ হাজার টাকা। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা ও সাধারণ ডায়েরি করা হয় এবং আলামত হিসেবে ৯৮০টি ইয়াবা ও ১৭৫ গ্রাম গাঁজা থানায় জমা দেওয়া হয়। বাকি ৯ লাখ ৫ হাজার ৪৯০টি ইয়াবা এবং ৬০ কেজি ২২৫ গ্রাম গাঁজা ধ্বংসের জন্য কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নির্দেশনা দেন। এর অংশ হিসেবে গতকাল শুক্রবার মাদকগুলো ধ্বংস করা হয়। তিনি আরও জানান, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন– কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ, কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ, শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজারের সহকারী পরিচালক সিফাত উল্লাহ তাসনিম আলম, টেকনাফ থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন ও র‌্যাবের প্রতিনিধি।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net