কতদিনের জন্য এনওসি পেলেন মোস্তাফিজ?

আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৭:০১:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৭:০১:০৭ অপরাহ্ন
মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস, এ খবর সবারই জানা। কিন্তু আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের মাঝে বাংলাদেশি এই পেসার কতদিন আইপিএলে খেলতে পারবেন, সেটি জানার কৌতুহলই ছিল সবার মাঝে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাঁহাতি এই পেসারকে আইপিএল খেলতে ছাড়পত্র (নো অবজেকশন সার্টিফিকেট-এনওসি) দেবে কি না তা নিয়েও ভক্তদের মধ্যে সন্দেহের অবকাশ ছিল। অবশেষে মোস্তাফিজকে নিয়ে বিসিবি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এনওসি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ১৮ থেকে ২৪ মে পর্যন্ত আইপিএল খেলতে পারবেন মোস্তাফিজ। অর্থাৎ সাতদিন টাইগার পেসার ভারতে থাকতে পারবেন। ভারতে যাওয়ার আগে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলে যেতে হবে মোস্তাফিজকে। ৭ দিন দিল্লির হয়ে খেলার পর পাকিস্তান সিরিজে যোগ দিতে হবে মোস্তাফিজকে। পাঁচ ম্যাচের এই সিরিজ শুরু হবে ২৭ মে। অর্থাৎ বাংলাদেশের জার্সিতে আরব আমিরাতের সঙ্গে শুধু দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি খেলা হবে না মোস্তাফিজের। বাকি সব ৬ ম্যাচই তিনি খেলবেন জাতীয় দলের হয়ে। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net