গভীর রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে অবরোধ

আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৬:০৪:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৬:০৪:২৩ অপরাহ্ন
দিনাজপৃর প্রতিনিধি
ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করার দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেড় ঘণ্টা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। গত বুধবার রাত সাড়ে ৯টা থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে বসে তারা এই অবস্থান কর্মসূচি পালন শুরু করে। ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির ব্যানারে এই কর্মসূচিতে প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের দাবি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনার বিচার ও দাবি বাস্তবায়নের জন্য তারা এই বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন। এই কর্মসূচির সময় রাস্তায় আগুন জ্বালিয়ে দেন তারা। এ ছাড়া শিক্ষার্থীদের অবরোধের ফলে রাস্তায় দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে রাত ১১টার দিকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কর্মসূচি প্রত্যাহার করে নেয়। এরপর থেকে ওই মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net