ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা

আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৬:০২:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৬:০২:০৭ অপরাহ্ন
উত্তরা গরিব ই নেওয়াজ এভিনিউ এর ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। তসলিমা বেগম স্বামী মিজানুর রহমান মিজান গত ৪ মে উত্তরার ইবনে সিনায় যান, তাসলিমা অন্তঃসত্ত্বা থাকায় গাইনী বিভাগে পরিক্ষার জন্য গিয়েছিলেন। তারা সেখানে ডাক্তারের পরামর্শে আল্ট্রাসনোগ্রাম করায়, রিপোর্টে তার গর্ভে জমজ বাচ্চা দেখতে পায়। তাসলিমার পেটে জমজ বাচ্চা থাকার কারণে ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার দ্বীগুণ চার্জ আদায় করে।
অসংগতিপূর্ণ এই বিষয়টি ওই দিনেই কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) এর অনুসন্ধানে ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়ার নজরে আসে, তিনি বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের তদন্ত বিভাগের উপ-পরিচালক শাহানা সুলতানা অভিযোগের প্রেক্ষিতে ১৫ মে উভয় পক্ষের ব্যাক্তি দের নিয়ে শোনানির দিন নির্ধারণ করে বিষয়টির সত্যতা যাচাই করে, ঘটনা সত্য প্রমাণিত হওয়ায় শাহানা সুলতানা ইবনে সিনাকে এক লাখ টাকা জরিমানা করেন।
উক্ত শুনানিতে উপস্থিত ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া, তথ্য ও প্রচার সম্পাদক আনোয়ার পারভেজ, নির্বাহী কমিটির সদস্য সাবেক যুগ্ম সচিব শওকত আলী খান, সদস্য আবুল কালাম আজাদ, ক্যাবের জেলা কমিটির সদস্য খলিলুর রহমান, ভোক্তভোগী মিজানুর রহমান মিজান, ইবনে সিনার সহকারী পরিচালক (প্রশাসন) জাকির হোসেন প্রমুখ।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net